১৯৭২ সালে প্রতিষ্ঠিত ‘নাট্যচক্র’ ইতিমধ্যেই ৫০ বছর পূর্ণ করেছে। শুক্রবার ‘নাট্যচক্র’ বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে সুবর্ণজয়ন্তী উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠান মালার অংশ হিসেবে আলোচনা সভা ও দলের প্রথম নাটকের পুনঃমঞ্চায়ন অনুষ্ঠিত হয়েছে।
দুই পর্বে বিভক্ত অনুষ্ঠানটির প্রথম পর্বে ছিল আলোচনা অনুষ্ঠান। দ্বিতীয় পর্বে ছিল নাট্য চক্রের প্রথম প্রযোজনা ‘এক্সপ্লোসিভ ও মূল সমস্যা’ নাটকের পুনঃমঞ্চায়ন।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের ডাক ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তফা জব্বার। বিশেষ অতিথি ছিলেন মঞ্চসারথী আতাউর রহমান, নাট্যজন মামুনুর রশিদ এবং নাট্যজন নাসির উদ্দিন ইউসুফ। সভাপতিত্ব করেন ‘নাট্যচক্র’র সভাপতি ম. হামিদ।এসময় উপস্থিত ছিলেন নাট্যচক্র’র সহ-সভাপতি নাট্যজন ফাল্গুনী হামিদ, সহ-সভাপতি দেবপ্রসাদ দেবনাথ, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান টুলু, নাট্যজন খায়রুল আলম সবুজ, নাট্যজন খ. ম হারুন, নাট্যজন নরেশ ভূঁইয়াসহ বিভিন্ন নাট্যদলের নাট্যজন এবং সুধীজনরা।
দ্বিতীয় পর্বে মঞ্চস্থ হয় নাট্যচক্রের প্রথম প্রযোজনা ‘এক্সপ্লোসিভ ও মূল সমস্যা’ নাটকের পুনঃমঞ্চায়ন। এতে অভিনয় করেন রবিউল মাহমুদ ইয়ং, সামসুদ্দিন হায়দার ডালিম, জুনায়েদ ইউসুফ, তনিমা হামিদ ও মাসুদুল হাসান শাওন রোমেল মাহমুদ, পরিমল কুমার পাল ও মো. শফিউল আজম। নাটকটি রচনা করেন সেলিম আল দীন এবং নির্দেশনায় ছিলেন ম. হামিদ।
মঞ্চ ও আলোক পরিকল্পনায় জুনায়েদ ইউসুফ, আবহ ও শব্দ পরিকল্পনায় শিশির রহমান এবং সহযোগিতায় সোমাঘোষসহ অন্যরা।
বিডি প্রতিদিন/এমআই