ফ্লোরিডা বিএনপির মিলনমেলা ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গত রবিরার। এতে প্রধান অথিতি হিসাবে ভর্চুয়ালে যোগদান এবং উদ্বোধন করেন উত্তর ও দক্ষিণ আমেরিকার সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সিনিয়র নির্বাচন কমিশনার এবং ফ্লোরিডা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি দিনাজ খান, নির্বাচন কমিশনার ও সাবেক সভাপতি আব্দুর রশিদ খান হারুন, সাবেক সাধারণ সম্পাদক আরিফ আহমেদ আশরাফ। সভাপত্বিত করেন সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইমরানুল হক চাকলাদার এবং অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য-সচিব ইলিয়াস খাঁন।
লতিফুর রহমান শরীফের কোরান তেলওয়াতের মাধ্যমে সম্মেলন শুরু হয়। এরপর জাতীয় সংগীত ও দলীয় সংগীতের মাধ্যমে আমেরিকা, বাংলাদেশ ও বিএনপির পতাকা উত্তোলন করা হয়। পরে প্রধান অতিথির উপস্থিতিতে নির্বাচন কমিশনাররা ফ্লোরিডা বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের সাথে আলোচনা, সমঝোতা, উপস্থিত সদস্যদের প্রত্যক্ষ ও পরোক্ষ ভোটে বীর মুক্তিযোদ্ধা ইমরানুল হক চাকলাদারকে সভাপতি করা হয়। এছাড়া রফিকুল হক সিনিয়র সহ-সভাপতি, মো: ইলিয়াস খান সাধারণ সম্পাদক , শহীদ খান ফিরোজ সিনিয়র যুগ্ম সম্পাদক ও মো: মহসিন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।কমিটির অপর সদস্য-কর্মকর্তারা মনোনীত হবেন এই ৫ জনের সমন্বয়ে। এরপরই ফ্লোরিডা বিএনপির সদস্যবৃন্দ লাল গোলাপ দিয়ে তাদেরকে বরণ করে নেন। এতে ৭ শতাধিক সমর্থক নেতাকর্মী ছিলেন। উৎসবের আমেজে নয়া কমিটির সকলের মধ্যে খাবার বিতরণের সাথে মনোজ্ঞ সাংকৃতিক অনুষ্ঠান হয়।
বিডি প্রতিদিন/হিমেল