১৯ এপ্রিল, ২০২৩ ১২:৪০

বরিশাল বিভাগবাসীর উদ্যোগে রোমে ইফতার ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক

বরিশাল বিভাগবাসীর উদ্যোগে রোমে ইফতার ও দোয়া মাহফিল

দীর্ঘ দুই যুগের ধারাবাহিকতায় এ বছরও ইতালিস্থ বরিশাল বিভাগ সামিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ইতালির রাজধানী রোমের মক্কি মসজিদে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে প্রধন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোমস্থ বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ও হেড অব চ্যান্সেরি জসিম উদ্দিন।

বরিশাল বিভাগ সমিতিরি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন লুৎফর রহমান, নজরুল ইসলাম মাঝি, মুজিবুর রহমান সিকদার, এম এ রব মিন্টু আল আমিন ভুঁইয়া, স্বপন হাওলাদার, খান রিপন হেলাল উদ্দিন, বাতেন হাওলাদার, শাহজাহান তালুকদার, মেহেদি হাসান, আহমেদ জুয়েল, সোহেল বকসি, ইউসুফ আলী, সোহেল খান, জাহাঙ্গীর কাজী, মো. নাসিম, আহসান পিপু, ইলিয়াস মল্লিক, সানোয়ার ভুঁইয়া, আবু সাঈদ, সবুজ জামান, মামুন, মোস্তফা কামাল মিঠু, খোকা হাওলাদার, শাহীন কবীর, রাজীব খান, হাজী সুইট, মো. গাউসুলসহ আরো অনেকে। 

মহান আল্লাহ তা’লার নিকট ক্ষমা ও রহমত কামনা করে ইফতারের পর্বে দোয়া মোনাজাত পরিচালনা করেন মক্কি মসজিদের ইমাম আব্দুর রহমান। 

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর