২৮ এপ্রিল, ২০২৩ ১৭:৪৮

মার্কিন মূলধারার কবিতা উৎসবে 'শব্দগুচ্ছ'র ২৫ বছর

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

মার্কিন মূলধারার কবিতা উৎসবে 'শব্দগুচ্ছ'র ২৫ বছর

শব্দগুচ্ছ'র প্রচ্ছদ

মার্কিন মূলধারার কবিতা উৎসব 'ম্যাস পোয়েট্রি ফেস্টিভল'-এ কবিতা পত্রিকা 'শব্দগুচ্ছ'র ২৫ বছরপূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মে মাসের প্রথম সপ্তাহে (৫ মে থেকে ৭ মে) বস্টনের অদূরে সেলেম শহরে অনুষ্ঠিতব্য ম্যাস পেয়েট্রি ফেস্টিভালে কবিতাপাঠের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানের দ্বিতীয় দিন শনিবার সকাল দশটা থেকে ১১টা পর্যন্ত বিশেষ আন্তর্জাতিক কবিতা পাঠের আসর ''শব্দগুচ্ছ'র ২৫ বছর: বহুভাষিক কবিতাপাঠ'' অনুষ্ঠিত হবে। 

অনুষ্ঠানটি পরিচালনা করবেন 'শব্দগুচ্ছ' সম্পাদক, কবি হাসানআল আব্দুল্লাহ। কবিতা পাঠ করবেন ইসরায়েলি কবি আমির অর (ভার্চুয়াল), মার্কিন কবি ক্রিস্টিন ডোল ও জোন ডিগবি, তুরস্কের কবি সুলতান ক্যাটো, ও বাঙালি-আমেরিকান কবি নাজনীন সীমন। 

উল্লেখ্য, 'শব্দগুচ্ছ' গত ২৫ বছর ধরে প্রায় ৬০ দেশের পাঁচ শতাধিক কবির কবিতা প্রকাশ করেছে। অচিরেই প্রকাশ পাবে পত্রিকাটির ২৫ বর্ষপূর্তি সংখ্যা ও এই পত্রিকায় এ যাবত প্রকাশিত কবিতা থেকে বাছাই করে 'ওয়াল্ড পোয়েট্রি অ্যান্থোলজি'।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর