২৬ জুন, ২০২৩ ২২:৪৪

‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে প্রকম্পিত ফ্রান্সের রাজপথ

ফ্রান্স প্রতিনিধি

‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে প্রকম্পিত ফ্রান্সের রাজপথ

‘উই ওয়ান্ট জাস্টিস’ ‘সলিডারিটি বাংলাদেশ’ স্লোগানে প্রকম্পিত হয়েছে ফ্রান্সের স্টালিংগার্দ থেকে ঐতিহাসিক রিপাবলিক চত্বর ।

ফ্রান্সে সন্ত্রাসী হামলায় নিহত আবুল খায়ের চৌধুরী হত্যার প্রতিবাদ ও হত্যাকাণ্ডে জড়িত দুর্বৃত্তদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন সেখানে বসবাসরত বাংলাদেশিরা।

বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে আয়োজিত এ আয়োজন অংশ নিতে দুপুর ২টা থেকে পূর্ব নির্ধারিত জুরিস স্টালিংগার্দে এসে জড়ো হন বিক্ষোভকারীরা। এরপর স্থানীয় পুলিশের নিরাপত্তাবেষ্টিত বিক্ষোভ মিছিলটি সর্বস্তরের হাজারো প্রবাসীদের সম্মিলিত অংশগ্রহণে এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়।
 
বিক্ষোভ মিছিলের অন্যতম আয়োজক ওবায়দুল্লাহ কয়েস ও আজাদ মিয়া বলেন, ফ্রান্সে আর কোন বাংলাদেশি যেন এমন পরিস্থিতির শিকার না হয় এবং আবুল খায়ের চৌধুরী সহ এ পর্যন্ত নিহত সকল বাংলাদেশি হত্যার প্রতিবাদ ও হত্যাকাণ্ডে জড়িত দুর্বৃত্তদের বিচারের দাবি ফরাসি সরকারের কাছে তুলে ধরার জন্য আমাদের এ বিক্ষোভ।

উল্লেখ্য, সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের গন্ধবপুর  গ্রামের আবুল খায়ের চৌধুরী (৩৮) নিখোঁজ হবার ৩ দিন পর ২৬ মে প্যারিসের অদূরে বাউসি সেইন্ট এ্যান্টিওনি নামক ট্রেন স্টেশনের রাস্তার পাশের একটি বাগান থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। আবুল খায়ের গত ১২ বছর থেকে প্রবাস জীবনযাপন করছেন কিন্তু তার বৈধ কাগজপত্র ছিল না। হত্যাকাণ্ডের পর খায়েরের মরদেহ ফ্রান্সের একটি হাসপাতালের মর্গে রেখে আইনি প্রক্রিয়া শেষে দেশে পাঠানো হয়েছে। এ ঘটনার ঠিক এক বছর আগে প্যারিসের রাস্তায় সন্ত্রাসী হামলায় খুন হয়েছিলেন আরেক প্রবাসী যুবক সোহেল রানা। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর