১৪ আগস্ট, ২০২৩ ১৬:২২

যুবদল সভাপতির মায়ের মৃত্যুতে মালয়েশিয়ায় মিলাদ মাহফিল

মালয়েশিয়া প্রতিনিধি

যুবদল সভাপতির মায়ের মৃত্যুতে মালয়েশিয়ায় মিলাদ মাহফিল

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর মাতা সালমা খাতুনের মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল করেছে দলটির মালয়েশিয়া শাখা। 

বাদল কারার ও জসিম উদ্দিনের সঞ্চালনায় মঞ্জু খাঁ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মির্জা খোকন। 

এ সময় আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সহ-সভাপতি তালহা মাহমুদ, ফজলুল করিম সোহরা, কাজী সালাহউদ্দিন, মির্জা সালাহউদ্দিন, এস, এম বশির আলম, রমজান আলি, নুরে সিদ্দিকি সুমন জাহাঙ্গীর হাওলাদার, হেলাল শিকদারসহ শতাধিক নেতাকর্মী। 

অনুষ্ঠানে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, বুকিত বিনতাং বাংলাদেশি মসজিদের ইমাম মাওলানা আবু তাহের। অনুষ্ঠান শেষে উপস্থিত প্রবাসীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

উল্লেখ্য, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর মাতা মোসা: সালমা খাতুন গত ১২ আগস্ট সন্ধ্যা ৭ টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর