বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে স্পেনে বিএনপি কাতালোনিয়া শাখার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বাদ এশা বার্সেলোনা শহ জালাল জামে মসজিদে অনুষ্ঠিত এ আয়োজনে কাতালোনিয়া বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মিলাদ মাহফিল শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা এবং লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন শাহ জালাল জামে মসজিদের ইমাম মাওলানা ইসমাইল হোসেন।
মিলাদ মাহফিল ও দোয়ায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাতালোনিয়া বিএনপির সভাপতি শফিউল আলম শফি, সাধারণ সম্পাদক আজমান আলী, বড়লেখা পৌরসভার সাবেক মেয়র ফখরুল ইসলাম, প্রবীণ বিএনপি নেতা আব্দুল হাকিম, বিএনপির যুগ্ম সম্পাদক তুতিউর রহমান, যুবদল সভাপতি ফয়সল আহমেদ মোল্লা, কাতালোনিয়া বিএনপির কোষাধ্যক্ষ আবু শাহেন, যুবদলের সহ সভাপতি সুমন পায়েল, আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের উপদেষ্টা খালেদুর রহমান চৌধুরী, স্বেচ্ছাসেবক দল স্পেন দক্ষিণের যুগ্ম আহ্বায়ক রেদওয়ান হোসেন, বিএনপি নেতা মাহতাবুর রহমান, যুবদলনেতা জনি আহমদ খান, তানভীর আহমদ, মোক্তার আহমদ প্রমূখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        