টরন্টো ফিল্ম ফোরামের আয়োজনে টরন্টোর ৩০০০ ড্যানফোর্থ এভিনিউ’র ‘মাল্টিকালচারাল ফিল্ম স্ক্রীনিং সেন্টার’ এ প্রদর্শিত হলো যুবরাজ শামীম পরিচালিত বাংলা কাহিনি চলচ্চিত্র ‘আদিম’।
‘আদিম’ গতানুগতিকতা থেকে ব্যতিক্রমী একটি চলচ্চিত্র। ‘আদিম’ নির্মিত হয়েছে গণঅর্থায়নে। টঙ্গীর ব্যাংক মাঠ বস্তিতে হয়েছে এর শুটিং। এতে অভিনয় করেছেন সেই বস্তির বাসিন্দা বাদশা, দুলাল সোহাগী, সাদেক প্রমুখ।
৮৪ মিনিটের এই চলচ্চিত্রে বস্তিবাসীদের জীবন তুলে ধরা হয়েছে। টঙ্গীর একটি বস্তিতে ধারণ করা এই চলচ্চিত্রে দারিদ্র্য ও বঞ্চনার মধ্যে বেঁচে থাকার এবং মানুষ হিসেবে নিজেদের মর্যাদার জন্য তাদের নিরলস সংগ্রাম মর্মস্পর্শীভাবে চিত্রিত হয়েছে। চলচ্চিত্রটি অপেশাদারদের নিয়ে চিত্রায়ণ করায় প্ৰকৃত অর্থেই মানবজীবনের সংগ্রামের আর সত্যতার একটি স্তর যুক্ত হয়েছে।
উল্লেখ্য, 'আদিম’ ৪৪তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হয়েছিল এবং ২০২২ সালে NETPAC (Network for the Promotion of Asia Cinema) জুরি পুরস্কার অর্জন করে।
টরন্টো ফিল্ম ফোরামের অনুষ্ঠান সম্পাদক গৌতম শিকদারের সঞ্চালনায় চলচ্চিত্র প্রদর্শনীর পর ‘আদিম’ ছবিটি নিয়ে আলোচনা করেন চলচ্চিত্র নির্মাতা ও টরন্টো ফিল্ম ফোরামের প্রতিষ্ঠাকালীন সদস্য শাকিল হান্নান, চলচ্চিত্র সমালোচক ও লেখক ইকবাল করীম হাসনু, চিত্রশিল্পী সৈয়দ ইকবাল, টরন্টো ফিল্ম ফোরামের ফিল্ম স্ক্রীনিং সম্পাদক রেজিনা রহমান, প্রেস ও পাবলিসিটি সম্পাদক মৈত্রেয়ী দেবী, কার্য নির্বাহী সদস্য সাগর আহমেদ ও লেখক ফজলুল হক সৈকত। বক্তারা চলচ্চিত্রটির ভূয়সী প্রশংসা করেন। এ চলচ্চিত্রের কাহিনি, অভিনয় এবং বাস্তবতার সুক্ষ্ম উপস্থাপন দর্শকদের মুগ্ধ করে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        