মালয়েশিয়ায় অধ্যয়নরত শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে একসঙ্গে কাজ করবে দ্যা স্টাডি ডক্টর ও ইউনিলিংক গ্লোবাল সল্যুশন লিমিটেড।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) মালয়েশিয়ার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় কুয়ালালামপুরের বুকিত বিনতাং পিঠাঘর রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় দ্যা স্টাডি ডক্টর ও ইউনিলিংক গ্লোবাল সল্যুশন লিমিটেড-এর মধ্যকার এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান।
উক্ত স্বারকে আগামী ৫ বছরের জন্য অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা ও ক্যারিয়ারের সুযোগ বৃদ্ধিতে একসঙ্গে কাজ করবে উভয় প্রতিষ্ঠান এ চুক্তি স্বাক্ষরিত হয়। এতে করে মালয়েশিয়া থেকে উচ্চশিক্ষা সম্পন্নকারী বাংলাদেশি শিক্ষার্থীরা দ্যা স্টাডি ডক্টরের মাধ্যমে সহজেই অস্ট্রেলিয়ায় আবেদনের সুযোগ পাচ্ছে এবং ক্রেডিট ট্রান্সফারে ইচ্ছুক শিক্ষার্থীরারও তাদের বাকি পড়াশোনা অস্ট্রেলিয়ায় স্থানান্তরিত করার সুযোগ পাচ্ছে।
এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দ্যা স্টাডি ডক্টর-এর ফাউন্ডার বশির ইবনে জাফর, ইউনিলিংক গ্লোবাল সল্যুশন -এর ফাউন্ডার এন্ড সিইও অস্ট্রেলিয়া প্রবাসী নাজমুল হাসান ও বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার অস্ট্রেলিয়া প্রবাসী সাজ্জাদ হোসেন আশিক।
বিডি প্রতিদিন/নাজমুল