কানাডার ক্যালগেরির স্ক্যান্ডেনাভিয়ান সেন্টারে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম সংগঠন ‘আমরা সবাই’র উদ্যোগে সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। স্থানীয় সময় রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে এই পূজা উদযাপন হয়।
অগণিত ভক্ত এসময় বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠার্থী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর পাদপদ্মে প্রণতি জানান তারা।
স্ক্যান্ডেনাভিয়ান সেন্টারের পূজামণ্ডপে সরস্বতী পূজার পূজা শুরু হয় বেলা সাড়ে বারোটায়,পুষ্পাঞ্জলি প্রদান করা হয় দুপুর দেড়টায় এবং প্রসাদ বিতরণ করা হয় দুপুর দুইটায়।
দুপুর থেকেই পূজামণ্ডপে ছোট ছোট কোমলমতি শিশু ও শিক্ষার্থীরা জড়ো হতে থাকে। এছাড়াও পূজামণ্ডপে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে আর্ট কম্পিটিশন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পূজার বিভিন্ন আনুষ্ঠানিকতায় প্রবাসী সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেন। বিদ্যার দেবী সরস্বতী সারাবিশ্বে শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে এমনটাই প্রত্যাশা ছিল কানাডায় অবস্থানরত সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের।
এসময় উপস্থিত ছিলেন ‘আমরা সবাই’ সংগঠনের সভাপতি রুপক দত্ত, সাধারণ সম্পাদক অয়ন সরকার, সহ-সভাপতি জয়ন্ত বসু, শুভ মজুমদারসহ অন্যরা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        