‘খেজুর গুড়ের পাটিসাপটা নারিকেলের পুলি/পিঠা খেয়ে জমে উঠে আনন্দের দুলি’ স্লোগানে ২ ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যায় নিউইয়র্কে নড়াইল জেলাবাসীর পিঠা উৎসব হলো। এলাকার সর্বস্তরের প্রবাসীর সমন্বয়ে গঠিত ‘নড়াইল জেলা প্রবাসী ইউএসএ’র বর্ণাঢ্য এ উৎসবে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব আব্দুল লতিফ সম্রাট।
কনকনে শীতে বিপুলসংখ্যক প্রবাসীর উপস্থিতিতে পিঠা উৎসবের আমেজে প্রধান অতিথি তার বক্তব্যে পরিবর্তিত বাংলাদেশের চেতনায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে অন্তর্বর্তী সরকারের মাধ্যমে শীঘ্রই বহুল প্রত্যাশিত পার্লামেন্ট নির্বাচনের প্রত্যাশা পূরণ হবে বলে উল্লেখ করেন আব্দুল লতিফ সম্রাট।
জ্যামাইকায় ইকরা কম্যুনিটি সেন্টারে অনুষ্ঠিত এ ‘পিঠা-পুলি উৎসব’র জন্যে গঠিত কমিটির আহবায়ক এ কে এম আজম মামুন সভাপতিত্ব করেন। কর্মকর্তাগণের মধ্যে আরো ছিলেন যুগ্ম আহবায়ক রফিকুল আলম, সদস্য-সচিব নূর ইসলাম এবং প্রধান সমন্বয়কারি সৈয়দ হাসমত আলী। এ উৎসবের চেতনায় সামনের দিনগুলোতেও পরস্পরের সহযোগী হয়ে দেশ ও প্রবাসের সকলের কল্যাণে কাজের অঙ্গিকার ব্যক্ত করা হয়।
বিডি প্রতিদিন/এএম
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        