সংযুক্ত আরব আমিরাতে নির্মাণকাজ করার সময় দুর্ঘটনায় এমরান হোসেন (৪২) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত এমরান চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের বাসিন্দা।
নিহতের চাচাতো ভাই সাইফুদ্দিন জানিয়েছেন, শনিবার আমিরাতের সময় বিকেল সাড়ে চারটার দিকে সেদেশের মোছাফফা এলাকায় একটি সেমিপাকা ঘরে লোহার এ্যাংগেল লাগানোর সময় ওয়েল্ডিং করছিলেন এমরান। একপর্যায়ে তিনি অসাবধানতাবশত উপর থেকে নিচে পড়ে যান। এসময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তার লাশ বাড়িতে আনার প্রক্রিয়া চলছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        