শনিবার, ১৭ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

হকি ক্যাম্পে জটিলতা

ক্রীড়া প্রতিবেদক

হকি ক্যাম্পে জটিলতা

অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সাহেদ রেজা বলেন, যদি হকির ক্যাম্পে জাতীয় দলের খেলোয়াড়রা যোগদান না করে তাহলে হকি দলকে শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য এসএ গেমসে পাঠানো হবে না। যে অবস্থা দেখা যাচ্ছে তাতে মূল খেলোয়াড়দের ক্যাম্পে যোগ দেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। কারণ তাদের দাবি আগে প্রিমিয়ার লিগের দলবদল তারিখ ঘোষণা করতে হবে। কিন্তু বর্তমান জটিলতায় ফেডারেশনের পক্ষে তা সম্ভব নয়। তাহলে কি এসএ গেমসে হকি দল যাবে না। এ ব্যাপারে ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমত উল্লাহ বলেন, আসলে এ ব্যাপারে আমার পক্ষে চ‚ড়ান্তভাবে কিছু বলা সম্ভব নয়। আগামী সপ্তাহে আরা বৈঠকে বসবো। এখানেই সবকিছু চ‚ড়ান্ত হয়ে যাবে।

সিলেকশন কমিটির চেয়ারম্যান কিসমত বলেন, জাতীয় স্বার্থটা দেখা উচিত ছিল খেলোয়াড়দের। আমি এখনো বিশ্বাস করি তারা দেশের টানে ক্যাম্পে যোগ দেবেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর