বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

চতুর্থ রাউন্ডে চেলসি

ক্রীড়া ডেস্ক

চতুর্থ রাউন্ডে চেলসি

দুই গোলে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে লিগ কাপের চতুর্থ রাউন্ডে উঠেছে চেলসি। লিস্টার সিটির মাঠে অতিরিক্ত সময়ে গড়ানো তৃতীয় রাউন্ডের ম্যাচটি ৪-২ গোলে জিতেছে অ্যান্টোনিও কন্তের শিষ্যরা। গত সপ্তাহে ইংলিশ প্রিমিয়ার লিগে সোয়ানসে সিটির সঙ্গে ড্র করেছিল ব্লুজরা। এরপর গত শনিবার লিভারপুলের কাছে নিজেদেরই মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে হেরে যায় চেলসি। চতুর্থ রাউন্ডে চেলসির সঙ্গী হয়েছে আর্সেনাল এবং লিভারপুলও। গানাররা নটিংহ্যাম ফরেস্টকে ৪-০ গোলে উড়িয়ে দেয় তৃতীয় রাউন্ডে। দলের পক্ষে দুটি গোল করেন লুকাস পিরেজ। এ ছাড়াও জাকা ও চ্যাম্বারলিন একটি করে গোল করেন। তৃতীয় রাউন্ডে লিভারপুল ৩-০ গোলে হারিয়েছে ডার্বি কাউন্টিকে। অলরেডদের জার্সিতে গোল করেন ক্ল্যাভান, কটিনহো এবং অরিগি। প্রি কোয়ার্টার ফাইনালে ফেবারিট দলগুলোই উঠে এলো। তবে বর্তমান ইংলিশ লিগ চ্যাম্পিয়ন লিস্টার সিটি তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিল। চেলসিকে জয়ের ধারায় ফিরিয়ে আনার জন্য উপযুক্ত ম্যাচটাই বেছে নিয়েছিলেন কোচ অ্যান্টোনিও কন্তে। তবে ম্যাচটা সহজ হয়নি তাদের জন্য। ঘাম ঝরাতে হয়েছে বেশ। লিগ কাপের ম্যাচে কিং পাওয়ার স্টেডিয়ামে ১৭ মিনিটেই লিস্টার সিটিকে এগিয়ে দিয়েছিলেন জাপানি তারকা শিনজি ওকাজাকি। ৩৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জাপানি এ স্ট্রাইকার। বিরতিতে যাওয়ার ঠিক আগে সেস ফ্যাব্রিগাসের কর্নার ছয় গজ বক্সের বাঁ দিকে পেয়ে হেডে ব্যবধান কমান চেলসির গ্যারি ক্যাহিল। আর দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে প্রায় ২০ গজ দূর থেকে দুর্দান্ত এক ভলিতে চেলসিকে সমতায় ফেরান স্প্যানিশ ডিফেন্ডার সিজার আসপিলিকুয়েতা। ৭৫তম মিনিটে সহজ দুটি সুযোগ হারায় লিস্টার। প্রথমবার আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনার্দো গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যভ্রষ্ট শট নেন। কয়েক সেকেন্ড পর গোলমুখ থেকে মিডফিল্ডার অ্যান্ডি কিংয়ের হেড ক্রসবারের উপর দিয়ে চলে যায়। কস্তাকে অহেতুক ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন পোলিশ ডিফেন্ডার মার্সিন ভাসিলেভস্কি। এরপর একজন কম নিয়ে অতিরিক্ত সময়ে আর পেরে ওঠেনি লিস্টার। দুই মিনিটের ব্যবধানে স্কোরলাইন ৪-২ করে ফেলেন সেস ফ্যাব্রিগাস।

সর্বশেষ খবর