দুই গোলে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে লিগ কাপের চতুর্থ রাউন্ডে উঠেছে চেলসি। লিস্টার সিটির মাঠে অতিরিক্ত সময়ে গড়ানো তৃতীয় রাউন্ডের ম্যাচটি ৪-২ গোলে জিতেছে অ্যান্টোনিও কন্তের শিষ্যরা। গত সপ্তাহে ইংলিশ প্রিমিয়ার লিগে সোয়ানসে সিটির সঙ্গে ড্র করেছিল ব্লুজরা। এরপর গত শনিবার লিভারপুলের কাছে নিজেদেরই মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে হেরে যায় চেলসি। চতুর্থ রাউন্ডে চেলসির সঙ্গী হয়েছে আর্সেনাল এবং লিভারপুলও। গানাররা নটিংহ্যাম ফরেস্টকে ৪-০ গোলে উড়িয়ে দেয় তৃতীয় রাউন্ডে। দলের পক্ষে দুটি গোল করেন লুকাস পিরেজ। এ ছাড়াও জাকা ও চ্যাম্বারলিন একটি করে গোল করেন। তৃতীয় রাউন্ডে লিভারপুল ৩-০ গোলে হারিয়েছে ডার্বি কাউন্টিকে। অলরেডদের জার্সিতে গোল করেন ক্ল্যাভান, কটিনহো এবং অরিগি। প্রি কোয়ার্টার ফাইনালে ফেবারিট দলগুলোই উঠে এলো। তবে বর্তমান ইংলিশ লিগ চ্যাম্পিয়ন লিস্টার সিটি তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিল। চেলসিকে জয়ের ধারায় ফিরিয়ে আনার জন্য উপযুক্ত ম্যাচটাই বেছে নিয়েছিলেন কোচ অ্যান্টোনিও কন্তে। তবে ম্যাচটা সহজ হয়নি তাদের জন্য। ঘাম ঝরাতে হয়েছে বেশ। লিগ কাপের ম্যাচে কিং পাওয়ার স্টেডিয়ামে ১৭ মিনিটেই লিস্টার সিটিকে এগিয়ে দিয়েছিলেন জাপানি তারকা শিনজি ওকাজাকি। ৩৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জাপানি এ স্ট্রাইকার। বিরতিতে যাওয়ার ঠিক আগে সেস ফ্যাব্রিগাসের কর্নার ছয় গজ বক্সের বাঁ দিকে পেয়ে হেডে ব্যবধান কমান চেলসির গ্যারি ক্যাহিল। আর দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে প্রায় ২০ গজ দূর থেকে দুর্দান্ত এক ভলিতে চেলসিকে সমতায় ফেরান স্প্যানিশ ডিফেন্ডার সিজার আসপিলিকুয়েতা। ৭৫তম মিনিটে সহজ দুটি সুযোগ হারায় লিস্টার। প্রথমবার আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনার্দো গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যভ্রষ্ট শট নেন। কয়েক সেকেন্ড পর গোলমুখ থেকে মিডফিল্ডার অ্যান্ডি কিংয়ের হেড ক্রসবারের উপর দিয়ে চলে যায়। কস্তাকে অহেতুক ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন পোলিশ ডিফেন্ডার মার্সিন ভাসিলেভস্কি। এরপর একজন কম নিয়ে অতিরিক্ত সময়ে আর পেরে ওঠেনি লিস্টার। দুই মিনিটের ব্যবধানে স্কোরলাইন ৪-২ করে ফেলেন সেস ফ্যাব্রিগাস।
শিরোনাম
- কেনটাকিতে কার্গো বিমান বিধ্বস্তে জরুরি অবস্থা ঘোষণা
- রাজধানীতে ট্রাকের ধাক্কায় যুবক নিহত
- ইউরোপীয় সামরিক জোটে অংশীদারের মর্যাদা পেল ইউক্রেন
- ‘আমজনতার দল’ শীর্ষ দশে না থাকলে রাজনীতি ছাড়বেন তারেক
- ট্রাম্পের হুমকি ‘অনিবার্য’ : মামদানি
- বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ, একজন নিহত
- বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব আয়ারল্যান্ডের
- ভোকেশনাল সমাপনী পরীক্ষা নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- দক্ষ জনশক্তি ও প্রশিক্ষণ সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান
- এরশাদ উল্লাহর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি মির্জা ফখরুলের
- ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বাঁধন ১০ দিনের রিমান্ডে
- গণসংযোগকালে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ
- ‘বিএনপির কাছে ২০ আসন চাওয়ার’ বিভ্রান্তিকর সংবাদে এনসিপির প্রতিবাদ
- নতুনবাজার-রামপুরা ব্রিজ-কাকলী পর্যন্ত কাল থেকে যানজটের শঙ্কা
- সিআরআইয়ের মাধ্যমে অর্থ আত্মসাৎ : জয়-পুতুলসহ আটজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
- র্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে তানজিদ
- বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য ভোট চাইলেন ভিপি সাইফুল
- খালেদা জিয়া আমাদের মনোবল-সাহস: এ্যানি
- স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সরাইলে জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫
চতুর্থ রাউন্ডে চেলসি
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর