দুই গোলে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে লিগ কাপের চতুর্থ রাউন্ডে উঠেছে চেলসি। লিস্টার সিটির মাঠে অতিরিক্ত সময়ে গড়ানো তৃতীয় রাউন্ডের ম্যাচটি ৪-২ গোলে জিতেছে অ্যান্টোনিও কন্তের শিষ্যরা। গত সপ্তাহে ইংলিশ প্রিমিয়ার লিগে সোয়ানসে সিটির সঙ্গে ড্র করেছিল ব্লুজরা। এরপর গত শনিবার লিভারপুলের কাছে নিজেদেরই মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে হেরে যায় চেলসি। চতুর্থ রাউন্ডে চেলসির সঙ্গী হয়েছে আর্সেনাল এবং লিভারপুলও। গানাররা নটিংহ্যাম ফরেস্টকে ৪-০ গোলে উড়িয়ে দেয় তৃতীয় রাউন্ডে। দলের পক্ষে দুটি গোল করেন লুকাস পিরেজ। এ ছাড়াও জাকা ও চ্যাম্বারলিন একটি করে গোল করেন। তৃতীয় রাউন্ডে লিভারপুল ৩-০ গোলে হারিয়েছে ডার্বি কাউন্টিকে। অলরেডদের জার্সিতে গোল করেন ক্ল্যাভান, কটিনহো এবং অরিগি। প্রি কোয়ার্টার ফাইনালে ফেবারিট দলগুলোই উঠে এলো। তবে বর্তমান ইংলিশ লিগ চ্যাম্পিয়ন লিস্টার সিটি তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিল। চেলসিকে জয়ের ধারায় ফিরিয়ে আনার জন্য উপযুক্ত ম্যাচটাই বেছে নিয়েছিলেন কোচ অ্যান্টোনিও কন্তে। তবে ম্যাচটা সহজ হয়নি তাদের জন্য। ঘাম ঝরাতে হয়েছে বেশ। লিগ কাপের ম্যাচে কিং পাওয়ার স্টেডিয়ামে ১৭ মিনিটেই লিস্টার সিটিকে এগিয়ে দিয়েছিলেন জাপানি তারকা শিনজি ওকাজাকি। ৩৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জাপানি এ স্ট্রাইকার। বিরতিতে যাওয়ার ঠিক আগে সেস ফ্যাব্রিগাসের কর্নার ছয় গজ বক্সের বাঁ দিকে পেয়ে হেডে ব্যবধান কমান চেলসির গ্যারি ক্যাহিল। আর দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে প্রায় ২০ গজ দূর থেকে দুর্দান্ত এক ভলিতে চেলসিকে সমতায় ফেরান স্প্যানিশ ডিফেন্ডার সিজার আসপিলিকুয়েতা। ৭৫তম মিনিটে সহজ দুটি সুযোগ হারায় লিস্টার। প্রথমবার আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনার্দো গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যভ্রষ্ট শট নেন। কয়েক সেকেন্ড পর গোলমুখ থেকে মিডফিল্ডার অ্যান্ডি কিংয়ের হেড ক্রসবারের উপর দিয়ে চলে যায়। কস্তাকে অহেতুক ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন পোলিশ ডিফেন্ডার মার্সিন ভাসিলেভস্কি। এরপর একজন কম নিয়ে অতিরিক্ত সময়ে আর পেরে ওঠেনি লিস্টার। দুই মিনিটের ব্যবধানে স্কোরলাইন ৪-২ করে ফেলেন সেস ফ্যাব্রিগাস।
শিরোনাম
- জয়ের পরই বাবার মৃত্যুর খবর পেলেন লঙ্কান ক্রিকেটার
- বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
চতুর্থ রাউন্ডে চেলসি
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর