নারী কাবাডি বিশ্বকাপে স্বাগতিক বাংলাদেশ ‘এ’ গ্রুপে উগান্ডাকে ৪২-২২ পয়েন্টে হারিয়ে বিশ্বকাপ শুরু করে। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে জার্মানিকে উড়িয়ে দিয়েছিল ৫৭-২৭ পয়েন্টে। তবে তৃতীয় ম্যাচে জয় নিয়ে কোর্ট ছাড়তে পারেননি রূপালীরা। ভারতের কাছে ৪৩-১৮ পয়েন্টে হেরেছে মেয়েরা। ম্যাচে ভারত একের পর এক রেইড করে পয়েন্ট নিতে থাকে। ৬ মিনিটের মধ্যে চম্পা ঠাকুরকে কোর্ট থেকে ছিটকে দিয়ে বাংলাদেশকে অলআউট করে ভারত। স্কোর দাঁড়ায় ১২-৫। প্রথমার্ধে ২৯-৮ পয়েন্টে পিছিয়ে ছিল বাংলাদেশ। বিরতির পরও একই চিত্র। ম্যাচে বাংলাদেশকে তৃতীয়বারের মতো অল আউট করে ৪২-১৫ পয়েন্টে লিড নেয় ভারত। শেষ পর্যন্ত বর্তমান চ্যাম্পিয়নরা অনায়াসে ৪৩-১৮ পয়েন্টে বাংলাদেশকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নেয়। অবশ্য হারলেও সেমিফাইনাল খেলার সম্ভাবনা আছে বাংলাদেশের।