বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম। বিশ্বের ৮৪তম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নেমেছেন মুশফিক। প্রথম বাংলাদেশি হিসেবে এ অর্জন তার। শচীন টেন্ডুলকার ও ইমরান খানের পর এশিয়ার তৃতীয় দীর্ঘতম টেস্ট ক্যারিয়ার বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটারের। তার ঐতিহাসিক টেস্ট নিয়ে ক্রিকেটের সাবেক ও বর্তমান তারকারা শুভকামনা জানিয়েছেন। মুশফিককে অভিনন্দন জানিয়েছেন কিংবদন্তি রিকি পন্টিং ও সতীর্থ সাকিব আল হাসান।
আইসিসির ফেসবুক পেজে দেওয়া ভিডিও বার্তায় অস্ট্রেলিয়ার ব্যাটিং গ্রেট পন্টিং মুশফিককে অভিনন্দন জানিয়ে বলেন, ‘অসাধারণ অর্জন। একজন মানসম্মত ক্রিকেটারকে বিচার করার বড় মানদণ্ড হলো দীর্ঘসময় ধরে উচ্চমানের পারফরম্যান্স ধরে রাখা। ৭০-৮০-৯০ টেস্ট খেলার পরও নিজেকে নতুনভাবে উন্নত করা সহজ নয়। তাই এটি দারুণ একটি কৃতিত্ব। তার ১০০তম ম্যাচটির জন্য শুভকামনা।’
এদিকে দীর্ঘ পথচলার সঙ্গীকে নিয়ে নিজের অনুভূতি তুলে ধরেছেন সাকিব আল হাসান। নিজের ভ্যারিফাইড ফেসবুকে এক পোস্টে সাকিব লিখেছেন, লর্ডসে মুশফিকের অভিষেক টেস্টের প্রতিটি বল তিনি দেখেছিলেন বিকেএসপির ড্রেসিং রুমে বসে। সেই ম্যাচ থেকেই মুশফিক তাঁর এবং বাংলাদেশের অসংখ্য ক্রিকেটারের অনুপ্রেরণা হয়ে উঠেছেন বলে জানান তিনি। বয়সভিত্তিক ক্রিকেটে মুশফিককে নেতৃত্ব দিতে দেখেছিলেন সাকিব। তিনি বলেছেন এখনো তার চোখে মুশফিকই অধিনায়ক। এমন ম্যাচে তার সঙ্গে মাঠে থাকতে না পারার আফসোসও করেছেন সাকিব। এ ছাড়া শুভেচ্ছা বার্তা জানিয়েছেন তামিম ইকবাল খান, মাহমুদউল্লাহ রিয়াদসহ জাতীয় দলের বর্তমান সতীর্থ লিটন, শান্তরাও।