সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

শেষ চারের লড়াই শুরু আজ

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

শেষ চারের লড়াই শুরু আজ

মানাং অধিনায়ক অনিল গুরু ও টিসি স্পোর্টসের অধিনায়ক নাফিউ আলী

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের শেষ চারের লড়াই শুরু হচ্ছে আজ। প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন মালদ্বীপের টিসি স্পোর্টস ও ‘বি’ গ্রুপের রানার্স আপ নেপালের মানাং মার্সিয়াংদি ক্লাব। দুই দলেরই অভিন্ন লক্ষ্য নিয়ে আজ মাঠে নামছে। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালটি অনুষ্ঠিত হবে ৬টা ৩০ মিনিটে। 

গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে মালদ্বীপের টিসি স্পোটর্স।  গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ১-০ গোলে ঢাকা আবাহনী, ২-১ গোলে কিরগিজস্তানের এফসি আলগাকে হারিয়ে শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার পোচন সিটিজেন এফসির সঙ্গে ড্র করে। ইব্রাহিম, মাহমুদী, স্টুয়ার্ডসহ মেধাবী ফুটবলারদের নিয়ে গড়া স্কোয়াডটিকে চ্যাম্পিয়ন হিসেবে দেখছেন কেউ কেউ। ভাগ্য জোরে সেমিফাইনাল নিশ্চিত করা নেপালের মানাং মার্সিয়াংদিও শিরোপা দৌড়ে ভালোই এগিয়ে রয়েছে। হেড টু হেডের কল্যাণে শেষ চারে খেলার সুযোগ পাওয়া নেপালের মানাং মার্সিয়াংদি ২-০ গোলে ঢাকা মোহামেডানকে হারায়। পরের ম্যাচে আফগানিস্তানের শাহীন আসমাই এফসি’র কাছে ৩-১ গোলে পরাজিত হয়। শেষ ম্যাচে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে ২-২ গোলে ড্র করে। অধিনায়ক অনিল গুরু ও আফাজ ওলাওয়ালেরা এরই মধ্যে প্রদর্শন করেছে তাদের শক্তি সামর্থ্য। তাই শিরোপা দৌড়ে তারাও খুব একটা পিছিয়ে নেই। ফাইনালে খেলার লক্ষ্য নিয়ে ঘাম ঝরানো অনুশীলন করছে মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাব। গত দুই দিন ধরে তারা বিশ্রাম নেয়নি। তাদের লক্ষ্য শেখ কামালের ফাইনাল খেলা। নিজ দেশের জাতীয় দলের আট খেলোয়াড় নিয়ে গড়া দল টিসি স্পোর্টসে আছে চারজন বিদেশি খেলোয়াড়ও। মালদ্বীপের দ্বিতীয় বিভাগ থেকে এবারই প্রথম দেশটির ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসরে উঠে এসেছে। শক্তি সামর্থ্যের দিক দিয়ে নেপালের মানাং মার্সিয়াংদির চেয়ে কোনো অংশে কম নয় মালদ্বীপের দলটির। সেমি ফাইনালে জয়ের ব্যাপারে খুবই আশাবাদী মালদ্বীপ ক্লাব টিসি স্পোর্টসের কোচ নিজাম মোহাম্মদ বলেন, ‘জয়ের জন্যই মাঠে নামব। জয় নিয়ে শেখ কামালের দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন লড়াই করতে চাই। ভালোভাবে লড়াই করে ফাইনালে উঠতে চাই আমরা।’ টিসি স্পোর্টস ক্লাবের অধিনায়ক নাফিউ আলী বলেন, ‘আমরা সেমিতে জয়ের কোনো বিকল্প ভাবছি না। জয় নিয়ে ফাইনাল খেলব।’ সেমিফাইনালে নামার আগে নেপালের মানাং মার্সিয়াংদি কোচ সিহিরিং লোপচাঙ গুরুঙ বলেন, ‘সেমিফাইনালে আমরা নামব জেতার জন্য। আমাদের খেলোয়াড়দের সামর্থ্য আছে সেমিতে মালদ্বীপের ক্লাবকে পরাজিত করে ফাইনালে উঠার। খেলোয়াড়রা সবাই ফর্মে আছে। মনোবল তাদের তুঙ্গে। সবকিছু মিলিয়ে ফাইনাল খেলার যোগ্যতা আমাদের রয়েছে।’ অধিনায়ক অনিল গুরুর একই সুর। তিনি বলেন, ‘সেমিতে মাঠের লড়াইটা হবে ফাইনালের জন্য। তাই এখানে অন্য কোনো লক্ষ্য নেই। লক্ষ্য একটাই ফাইনালে উঠা এবং চ্যাম্পিয়ন হওয়া।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর