বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

বিসিবি সভাপতি পদে থাকতে চাই না : পাপন

ক্রীড়া প্রতিবেদক

বিসিবি সভাপতি পদে থাকতে চাই না : পাপন

নাজমুল হাসান পাপন জাতীয় সংসদের সদস্য। একই সঙ্গে বেক্সিমকো ফার্মার শীর্ষ কর্তা হিসেবেও দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তিনি।—গুরুত্বপূর্ণ তিন পদে একই সঙ্গে দায়িত্ব পালন করছেন নাজমুল হাসান পাপন। বিসিবি সভাপতি অনেক বারই বলেছেন এক সঙ্গে তিনটি গুরুদায়িত্ব পালন করতে তাকে সমস্যায় পড়তে হয়। তাই একটি দায়িত্ব থেকে তিনি সরে যেতে চান। তবে ঠিক কোন দায়িত্ব থেকে সরে যেতে চাইছেন পাপন তা পরিষ্কার করে বলেননি। তবে গতকাল নাজমুল হাসান পাপন জানিয়ে দিয়েছেন তিনি আর বিসিবির সভাপতি পদে থাকতে চান না। গতকাল মা আইভী রহমানের স্মরণ সভায় সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময় পাপন জানান, ‘আমি আর বিসিবি সভাপতি পদে থাকতে চাই না।’  কেন বিসিবির সভাপতি পদে থাকতে চাচ্ছেন না? ব্যাখ্যায় পাপন বলেছেন, ‘আসলে একসঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ পদে আছি। তাই পুরোপুরি ও শতভাগ দায়িত্ব পালন করতে পারছি না। সে কারণেই আগামীতে বিসিবি প্রধানের পদ থেকে সরে দাঁড়াতে চাই।’

সর্বশেষ খবর