বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

দক্ষিণ কোরিয়া মাঠে নামছে আজ

ক্রীড়া প্রতিবেদক

এশিয়া কাপ হকিতে ফেবারিট দক্ষিণ কোরিয়া আজ মাঠে নামছে। ‘বি’ গ্রুপে তারা প্রথম ম্যাচে খেলবে ওমানের বিপক্ষে। বিকাল সাড়ে ৫ টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। এর আগে বিকাল সাড়ে ৩ টায় শক্তিশালী মালয়েশিয়া ও চীন মুখোমুখি হবে। হকিতে এক সময় কোরিয়ানদের অবস্থান মজবুত ছিল না। ১৯৮৬ সালে সিউল এশিয়ান গেমসে সোনা জয়ের পর তাদের চেহারা পাল্টে যায়। বিশ্ব হকিতে দক্ষিণ কোরিয়া ভালো অবস্থানে রয়েছে।

শক্তি ও পারফরম্যান্সের বিচারে দক্ষিণ কোরিয়া অনেক শক্তিশালী। ওমানের পেরে ওঠার কথা নয়। তবু দক্ষিণ কোরিয়ার অধিনায়ক বললেন, ওমানকে হালকা চোখে দেখার উপায় নেই। ওরা যোগ্যতা প্রদর্শন করেই এশিয়া কাপে জায়গা করে নিয়েছে। জিততে হলে সেরা খেলাটাই খেলতে হবে। ওমানের অধিনায়ক বলেন, দক্ষিণ কোরিয়া বর্তমান চ্যাম্পিয়ন দল। এবারও চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং তাদের আটকাতে হলে সেরা খেলাটাই খেলতে হবে।

সর্বশেষ খবর