মেসি ছিলেন না মাঠে। মিডিয়ায় গুঞ্জন, আর্জেন্টাইন ফুটবলের প্রধান নাকি বার্সাকে অনুরোধ করেছেন, অনেক তো হলো। এবার মেসিকে একটু বিশ্রাম দাও। বিশ্বকাপ সামনে। এমন অনুরোধ আর্জেন্টিনা থেকে আসতেই পারে। তবে বিষয়টাকে ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন বার্সেলোনা কোচ ভালভারদে। মেসিকে ছাড়া আগেও তো খেলেছে বার্সা। সেখানে জয়ও পেয়েছে। কিন্তু রবিবার মৌসুমের শেষ পর্যন্ত অপরাজিত থাকার লক্ষ্য নিয়ে মাঠে নেমে পারল না বার্সেলোনা। মেসিকে দলের বাইরে রেখে মাঠে গিয়েই লা লিগায় মৌসুমের প্রথম পরাজয়ের মুখোমুখি হলো কাতালানরা। লেভান্তের কাছে ৫-৪ গোলের রোমাঞ্চকর এক ম্যাচে হেরে গেল বার্সেলোনা। অপরাজিত থেকে লিগ শিরোপা জয়ের রেকর্ডটা হলো না বার্সার। গোলের পর গোল। আশা-নিরাশার দোলাচল। আক্রমণ-পাল্টা আক্রমণ। টগবগ করে ফুটতে থাকা উত্তেজনা। সবই ছিল ম্যাচটাতে। কখনো লেভান্তের সমর্থকরা উল্লাসে ফেটে পড়েছে। মুহূর্তেই বদলে গেছে ম্যাচের গতি। কটিনহোরা থামিয়ে দিয়েছেন লেভান্তের দর্শকদের। রবিবারের ম্যাচটা এমনই ছিল। এমানুয়েল বোয়েটাঙের ৯ ও ৩০তম মিনিটের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় লেভান্তে। এই বোয়েটাঙ হ্যাটট্রিক করেন ৪৯তম মিনিটে গোল করে। তবে এর মধ্যে আরও ঘটনা ঘটে যায়। কটিনহোর গোলে প্রথমার্ধে ব্যবধান কমায় বার্সা (২-১)। লেভান্তের আনিস ৪৬ ও ৫৬তম মিনিটে গোল করলে বার্সেলোনাকে হারানোর উল্লাসে ফেটে পড়েন লেভান্তের দর্শকরা। সেই উল্লাসে কিছুটা ভাটা পড়ে কটিনহোর হ্যাটট্রিকে। তিনি ৩৮, ৫৯ ও ৬৪তম মিনিটে গোল করেন। এরপর সুয়ারেজ ৭১তম মিনিটে পেনাল্টি থেকে গোল করলে বার্সেলোনার অপরাজিত থাকার রেকর্ডটা অক্ষণ্ন্ন থাকবে বলেই মনে হতে থাকে। তবে শেষ পর্যন্ত আর কোনো গোল করতে পারেনি বার্সা। লা লিগায় টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার পর পরাজিত হলো বার্সা।
শিরোনাম
- মৌলভীবাজার সীমান্ত দিয়ে আরও ৪৮ জনকে পুশইন করল বিএসএফ
- জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
- যুবলীগ নেতাকে ধরতে বাড়ি ঘেরাও, ফোনে বললেন-‘লাভ হবে না’
- যেভাবে ত্বকের যত্নে সাহায্য করে নিমপাতা
- সূচকের ওঠানামায় পুঁজিবাজারে চলছে লেনদেন
- চুল পড়ে যাওয়া সমস্যার ঘরোয়া সমাধান
- ৫ বছরের চুক্তিতে নতুন ঠিকানায় বায়েনা
- ছিটকে গেলেন মহারাজ, প্রোটিয়াদের নেতৃত্বে মুল্ডার
- কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
- মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা
- নতুন গানে কন্ঠ দিলেন সাবিনা ইয়াসমিন
- ওয়াটারলু উৎসবে বাংলাদেশের ‘আনটাং’
- অবশেষে পটিয়া থানার ওসিকে প্রত্যাহার
- নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
- বয়সের বাধা পেরিয়ে ধর্মীয় জ্ঞান আহরণ
- সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেফতার
- ক্যান্সার থেকে সেরে ওঠা ‘রোলার কোস্টার যাত্রা’: প্রিন্সেস কেট
- শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ
- মার্কিন সিনেটে ‘বিগ বিউটিফুল বিল’ পাস
- ‘হলি আর্টিজান নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্য খণ্ডিতভাবে উপস্থাপিত হয়েছে’