মেসি ছিলেন না মাঠে। মিডিয়ায় গুঞ্জন, আর্জেন্টাইন ফুটবলের প্রধান নাকি বার্সাকে অনুরোধ করেছেন, অনেক তো হলো। এবার মেসিকে একটু বিশ্রাম দাও। বিশ্বকাপ সামনে। এমন অনুরোধ আর্জেন্টিনা থেকে আসতেই পারে। তবে বিষয়টাকে ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন বার্সেলোনা কোচ ভালভারদে। মেসিকে ছাড়া আগেও তো খেলেছে বার্সা। সেখানে জয়ও পেয়েছে। কিন্তু রবিবার মৌসুমের শেষ পর্যন্ত অপরাজিত থাকার লক্ষ্য নিয়ে মাঠে নেমে পারল না বার্সেলোনা। মেসিকে দলের বাইরে রেখে মাঠে গিয়েই লা লিগায় মৌসুমের প্রথম পরাজয়ের মুখোমুখি হলো কাতালানরা। লেভান্তের কাছে ৫-৪ গোলের রোমাঞ্চকর এক ম্যাচে হেরে গেল বার্সেলোনা। অপরাজিত থেকে লিগ শিরোপা জয়ের রেকর্ডটা হলো না বার্সার। গোলের পর গোল। আশা-নিরাশার দোলাচল। আক্রমণ-পাল্টা আক্রমণ। টগবগ করে ফুটতে থাকা উত্তেজনা। সবই ছিল ম্যাচটাতে। কখনো লেভান্তের সমর্থকরা উল্লাসে ফেটে পড়েছে। মুহূর্তেই বদলে গেছে ম্যাচের গতি। কটিনহোরা থামিয়ে দিয়েছেন লেভান্তের দর্শকদের। রবিবারের ম্যাচটা এমনই ছিল। এমানুয়েল বোয়েটাঙের ৯ ও ৩০তম মিনিটের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় লেভান্তে। এই বোয়েটাঙ হ্যাটট্রিক করেন ৪৯তম মিনিটে গোল করে। তবে এর মধ্যে আরও ঘটনা ঘটে যায়। কটিনহোর গোলে প্রথমার্ধে ব্যবধান কমায় বার্সা (২-১)। লেভান্তের আনিস ৪৬ ও ৫৬তম মিনিটে গোল করলে বার্সেলোনাকে হারানোর উল্লাসে ফেটে পড়েন লেভান্তের দর্শকরা। সেই উল্লাসে কিছুটা ভাটা পড়ে কটিনহোর হ্যাটট্রিকে। তিনি ৩৮, ৫৯ ও ৬৪তম মিনিটে গোল করেন। এরপর সুয়ারেজ ৭১তম মিনিটে পেনাল্টি থেকে গোল করলে বার্সেলোনার অপরাজিত থাকার রেকর্ডটা অক্ষণ্ন্ন থাকবে বলেই মনে হতে থাকে। তবে শেষ পর্যন্ত আর কোনো গোল করতে পারেনি বার্সা। লা লিগায় টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার পর পরাজিত হলো বার্সা।
শিরোনাম
- অ্যাশেজের প্রথম টেস্টে উডকে নিয়ে শঙ্কা নেই
- সিলেটে অ্যাম্বুলেন্স ও বাসে আগুন
- চীনা বিনিয়োগে বৈশ্বিক রপ্তানিকেন্দ্র হওয়ার বিশাল সম্ভাবনা বাংলাদেশের
- ফুয়াদের সুরে কনার গান
- অস্ট্রেলিয়ার এমপিদের সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ তারেক রহমানের
- ২৬ বাংলাদেশি নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, চারজনের মৃত্যু
- কাতারের ক্লাব আল সাদে মানচিনি
- কাভিশ ব্যান্ডের সঙ্গে এক মঞ্চে শিরোনামহীন-মেঘদল
- যান্ত্রিক ত্রুটির কারণে গাজীপুরে চলন্ত বাসে আগুন!
- চীনা নাগরিকদের জাপান ভ্রমণ না করার আহ্বান
- পশ্চিমতীরের ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিল ইসরায়েল
- হাসিনার প্লট দুর্নীতির এক মামলার শুনানি আজ
- জলবায়ু সঙ্কট মোকাবিলায় পদক্ষেপের দাবিতে ব্রাজিলে বিশাল মিছিল
- হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাংকার আটক করেছে ইরান
- আরও এক বিচারপতির পদত্যাগ, বিচারবিভাগীয় ‘সঙ্কটের’ পথে পাকিস্তান!
- প্রবাসীরা প্রথমবারের মতো যে পদ্ধতিতে ভোট দেবেন
- সোভিয়েত যুগের মতো রাশিয়া আবারও বিশ্বে প্রভাববলয় গড়ে তুলছে
- সুষ্ঠু নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- অনিশ্চয়তার ছায়ায় টালমাটাল অর্থনীতি