উইলিয়ামস বোনদের মধ্যে লড়াই হলে বিষয়টা কঠিনই হয়ে যায়। উইলিয়ামস পরিবার কোনো একটা পক্ষের সমর্থনে গলা ফাটাতে পারে না। আর ম্যাচ শেষে কোনো বোনই খুব একটা উৎসবে মাততে পারে না। আবার কোনো বোনেরই তেমন একটা মনও খারাপ হয় না। অবশ্য দুই বোনের লড়াইয়ে বেশিরভাগ সময় সেরেনাই জিতেছেন। ভেনাস বরাবরই ছোট বোনের পিঠে হাত বুলিয়ে অভিনন্দন জানিয়েছেন। ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে এমনই এক লড়াই হলো। সেরেনা উইলিয়ামস ৬-১, ৬-২ গেমে হারিয়েছেন ভেনাস উইলিয়ামসকে। এই ম্যাচ জয়ের পর সেরেনা ফিরে পেয়েছেন পূর্ণ আত্মবিশ্বাস। তিনি বলেছেন, ‘আমি দারুণ খেলেছি। আমার যাত্রা এবার পূর্ণ রূপে শুরু হলো।’ মা হওয়ার পর সেরেনা উইলিয়ামস নিজেকে ফিরে পেতেই এতদিন লড়াই করছিলেন। সেরেনা আরও বলেছেন, ‘আমি মনে করি, তার (ভেনাস) বিপক্ষে খেলা আমার সেরা ম্যাচ এটা।’ অন্যদিকে ভেনাস উইলিয়ামস ম্যাচ হেরে বলেছেন, ‘সে (সেরেনা) দারুণ খেলেছে আজ। আমাকে খেলতেই দেয়নি। আমি তেমন ভুল করেছি বলে মনে হয় না। তবে সেরেনা সবকিছুই দারুণভাবে করছিল।’ ত্রিশতমবারের মতো মুখোমুখি হয়েছিলেন উইলিয়ামস বোনেরা। এর মধ্যে ১৮ বারই জিতলেন সেরেনা। ভেনাস জিতেছেন ১২ বার। চলতি বছরেই ইন্ডিয়ান ওয়েলসে মুখোমুখি হয়েছিলেন দুই বোন। সেখানে জিতেছিলেন ভেনাস। এবার জিতলেন সেরেনা উইলিয়ামস। মা হওয়ার পর সেরেনার সামনে প্রথম গ্র্যান্ডস্লাম জয়ের সুযোগ। চতুর্থ রাউন্ডে তিনি মুখোমুখি হচ্ছে কায়া কানেপির। এদিকে ইউএস ওপেনে মেয়েদের এককে জয় পেয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের স্লোয়ান স্টিফেন্স। তিনি বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কাকে ৬-৩, ৬-৪ গেমে হারিয়েছেন। জয় পেয়েছেন ইউক্রেনের এলিনা সভিতলানা এবং চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা প্লিসকভাও। মেয়েদের এককে শীর্ষ বাছাই সিমোনা হ্যালেপ আগেই বিদায় নিয়েছেন। বিদায় নিয়েছেন ক্যারোলিন উজনিয়াকিও। দেখা যাক এবার সেরেনা উইলিয়ামস মা হিসেবে গ্র্যান্ডস্লাম জিততে পারেন কি না!
শিরোনাম
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
- বিএনপি ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে : তারেক রহমান
- গাইবান্ধায় ফিস্টুলা নির্মূলে কাজ করছে ল্যাম্ব
- শাহবাগে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ
- সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বাড়ল
- গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত হওয়ার সুযোগ নেই : আমীর খসরু
- চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু
- নিউক্যাসল বাংলাদেশ কমিউনিটির ১০ বছর পূর্তি উদযাপন
- বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে আগ্রহী কানাডা
- শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশ আনন্দদায়ক হতে হবে : গণশিক্ষা উপদেষ্টা
- রাজনীতিতে সহনশীলতা না থাকায় সমাজে অসহিষ্ণুতা বাড়ছে : রিজভী
- শেরপুরের চরাঞ্চলে ব্রিজের অভাবে চরম ভোগান্তি
বোনদের লড়াইয়ে সেরেনার জয়
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর