শনিবার, ১৭ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

ক্যান্ডিতে রুটের সেঞ্চুরি

ক্রীড়া ডেস্ক

ধনঞ্জয়ের ঘূর্ণিতে শেষ বিকালে নাকাল হয়ে পড়ে ইংল্যান্ড। মাত্র ৪ রানে হারিয়ে ফেলে ৩ উইকেট। তখন মনে হয়েছিল দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যাবে সফরকারী ইংল্যান্ডের। তবে তা হয়নি। অভিষেক টেস্টে সেঞ্চুরি হাঁকানো উইকেরটরক্ষক ব্যাটসম্যান বেন ফোকস পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেললে চতুর্থ দিন পেরোয় ইংল্যান্ড। স্বাগতিক শ্রীলঙ্কার চেয়ে ২৭৮ রানে এগিয়ে যাওয়ার ভিত তৈরি করে দেন অধিনায়ক জো রুট ক্যারিয়ারের ১৫ নম্বর সেঞ্চুরি তুলে। প্রথম ইনিংসে সফরকারীদের সংগ্রহ ছিল ২৯০ রান। জবাবে স্বাগতিক শ্রীলঙ্কার সংগ্রহ ছিল ৩২৪ রান। ৩৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে রুটবাহিনী। ৪ রানে ওপেনার লিচকে হারানোর পর জুটি বাঁধেন বার্নস ও জেনিংস। দুজনে দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করেন ৭৩ রান। দলীয় ৭৭ রানে ২ উইকেটের পতনের পর রুট ক্রিজে আসেন এবং সাজঘরে ফেরেন দলীয় ৩০১ রানে। ততক্ষণ তিনি ক্যারিয়ারের ১৫ নম্বর সেঞ্চুরিটি তুলে খেলেন ১২৪ রানের ইনিংস। ১৪৬ বলের ইনিংসটিতে ছিল ১০টি চার ও ২টি ছক্কা। ফোকস এখনো ব্যাটিং করছেন ৫১ রানে। সফরকারীদের ৯ উইকটের ৬টিই নিয়েছেন ধনঞ্জয় একা।

সর্বশেষ খবর