বুধবার, ১৬ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

কুমিল্লা-খুলনার সহজ জয়

ক্রীড়া প্রতিবেদক

কুমিল্লা-খুলনার সহজ জয়

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে খুলনা টাইটানসের জন্য জয়টা যেন ডুমুরের ফুল হয়ে উঠেছিল। দেখাই পাচ্ছিল না তারা। টানা চারটা ম্যাচে প্রতিপক্ষের কাছে অসহায় আত্মসমর্পণের পর জয়ের দেখা পেল তারা। ঢাকার মাঠ ছেড়ে সিলেটে যেতেই ভাগ্য খুলে গেল খুলনার। গতকাল সিলেট পর্বে নিজেদের প্রথম ম্যাচে রাজশাহী কিংসকে ২৫ রানে হারিয়েছে খুলনা টাইটানস।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে খুলনা টাইটানস ১২৮ রান করলে রাজশাহী কিংসের জন্য লক্ষ্যটা বড় সহজই মনে হয়েছিল। খুলনার পঞ্চম পরাজয় দেখতে যাচ্ছেন দর্শকরা!

তবে বিপরীত ঘটনাটাই ঘটল। রাজশাহী মাত্র ১০৩ রানেই গুটিয়ে গেল খুলনাকে ২৫ রানের জয় উপহার দিয়ে। প্রথমে ব্যাটিংয়ে নেমে মোটেও সুবিধা করতে পারেননি মাহমুদুল্লাহরা। অধিনায়ক করেন মাত্র ৯ রান। সর্বোচ্চ ২৬ রান করেন আরিফুল হক।

জবাব দিতে নেমে খুলনা টাইটানসের জুনায়েদ খান ও তাইজুল ইসলামের দুরন্ত বোলিংয়ে ১০৩ রানেই গুটিয়ে যায় রাজশাহী কিংস। দুজনেই ৩টি করে উইকেট শিকার করেন।

এছাড়াও মাহমুদুল্লাহ ২টি উইকেট শিকার করেন। রাজশাহীর পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ২৩ রান সংগ্রহ করেন মেহেদী হাসান মিরাজ। এছাড়াও ক্রিস্টিয়ান ১৫, আরাফাত সানি ১৫, কামরুল ১৩ ও রায়ান ১৩ রান করেন। বাকিরা কেউই দুই অঙ্কের রান সংগ্রহ করতে পারেননি। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৮ উইকেটে হারায় সিলেট সিক্সার্সকে। মেহেদি হাসান ও ওহাবের বোলিং দাপটে সিলেট ৬৮ রানে গুটিয়ে যায়। পরে কুমিল্লা ১১.১ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।

সর্বশেষ খবর