বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

দাঁড়াতেই পারেনি ভারত

ক্রীড়া ডেস্ক

দাঁড়াতেই পারেনি ভারত

অস্ট্রেলিয়া জয়ের আত্মবিশ্বাস নিয়ে ট্রান্স-তাসমান সাগর পাড়ি দিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। নিউজিল্যান্ডে পা রেখেছিল টেস্ট জয়ের আত্মবিশ্বাস নিয়ে। বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে দুমড়ে-মুচড়ে দেওয়ার আত্মবিশ্বাস নিয়ে বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনিরা মুখোমুখি হন কেন উইলিয়ামসন, রস টেলরদের। ওয়ানডে সিরিজে স্বাগতিক নিউজিল্যান্ডকে বিধ্বস্তও করে।

গতকাল শুরু টি-২০ সিরিজে সেই আত্মবিশ্বাসের ছিটেফোঁটাও দেখা যায়নি সফরকারী ক্রিকেটারদের মাঝে। বরং স্বাগতিক দলের পাল্টা আঘাতে অসহায় আত্মসমর্পণ করে হেরেছে ৮০ রানের বড় ব্যবধানে। যা টি-২০ ক্রিকেট ইতিহাসে ভারতের সবচেয়ে বড় হার। আগের হারটি ৪৯ রানের, ২০১০ ব্রিজটাউনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। অবশ্য সিরিজ জিততে এখনো দুটি ম্যাচ বাকি। আগামীকাল ও রবিবার ম্যাচ দুটি জিতলেই ওয়ানডের পর টি-২০ সিরিজ জিতে দেশে ফিরবে ভারতীয় ক্রিকেট দল। দিনের শুরু অবশ্য হয়নি। সকালে ওয়েলিংটনের এই ওয়েস্ট প্যাক মাঠে নিউজিল্যান্ড মহিলা দলের কাছে হেরে যায় ভারতীয় মহিলারা। বিকালে অংশ নেয় রোহিত শর্মার নেতৃত্বে পুরুষরা। ওয়ানডে সিরিজ হারের ধাক্কায় বেসামাল নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে শুরু থেকেই চড়াও হয়ে খেলতে থাকে। টস হেরে ব্যাট করে স্বাগতিকদের সংগ্রহ ২০ ওভারে ৬ উইকেটে ২১৯ রান। দুই ওপেনার  কলিন মুনরো ও টিম সেফার্ট ৮.২ ওভারে যোগ করেন ৮৬ রান। মুনরো ২০ বলে ৩৪ করলেও সেফার্ট ছিলেন আরও বেশি আক্রমণাত্মক। ৮৪ রানের টর্নেডো ইনিংস খেলেন মাত্র ৪৩ বলে। যাতে ছিল ৬টি ছক্কা ও ৭টি চার। ২২০ রানের টার্গেটে ৭৭ রানে ৬ উইকেট হারিয়ে বিপর্যস্ত হয়ে পড়ে ভারত। সেখান থেকে  ধোনি সর্বোচ্চ ৩৯, ক্রুনাল ২০, ধাওয়ান ২৯ ও শঙ্কর ১৮ বলে ২৭ রান করার পরও ভারতীয় ইনিংস থমকে যায় ১৯.২ ওভারে ১৩৯ রানে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর