ফুটবলে ম্যাচ কমিশনারের কাজতো নিরপেক্ষ ভূমিকা রাখা। কারও পক্ষ নেওয়া নয়। প্রশ্নটি উঠেছে মিরনকে ঘিরেই আজ সিলেট জেলা স্টেডিয়ামে শেখ রাসেল ও ঢাকা আবাহনীর হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে। এ ম্যাচের ম্যাচ কমিশনারের দায়িত্বে আছেন মিরন। তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছে শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক (ক্রীড়া) সালেহ জামান সেলিম। সিলেট শেখ রাসেলের হোম ভেন্যু। আবাহনী অতিথি দল। নিয়ম অনুযায়ী আবাহনীর শুধু ম্যাচের আগের দিন স্টেডিয়ামের ভিতরে অনুশীলনের কথা। অথচ সেই নিয়ম নাকি ভাঙা হয়েছে ম্যাচ কমিশনারের সহযোগিতায়। আবাহনী যদি আগে আসে তাদের অনুশীলনের জন্য সিলেট বিকেএসপিতে ব্যবস্থা করা হয়। তা তারা করেননি। বুধবার বিকাল ও গতকাল ফ্লাড লাইটে অনুশীলন করেছে। বুধবার স্টেডিয়ামে অনুশীলনে দেখে শেখ রাসেলের ইভেন্ট ম্যানেজার হাবিবুর রহমান মান্নু অভিযোগ করেন ম্যাচ কমিশনারের কাছে। মিরন তাকে সাফ জানিয়ে দেন এ ব্যাপারে তার কিছুই করার নেই। বাফুফের জাবেদের সঙ্গে যোগাযোগ করতে বলেন। মান্নু টেলিফোনে আলাপ করেন জাবেদের সঙ্গে। জাবেদ উত্তেজিত কণ্ঠে বলেন বুধবার করলেও ম্যাচের আগের দিনও আবাহনী স্টেডিয়ামে অনুশীলনে করবে। তা না হলে শেখ রাসেলকেও করতে দেওয়া হবে না। মান্নু পরবর্তীতে পুনরায় মিরনের সঙ্গে আলাপ করেন। বলেন, ম্যাচ কমিশনার হিসেবে তো আপনারই দায়িত্ব নিয়মটা দেখা। এতে করে মিরন বেশ উত্তেজিত হয়ে ওঠেন। মান্নুও পাল্টা জবাব দেন আপনি কি কোনো দলের এজেন্ডা নিয়ে এসেছেন। এখানেই শেষ নয়, শেখ রাসেলের হোম ভেন্যু হলেও তারা ফ্লাড লাইটে অনুশীলন করতে পারেনি। গতকাল তারা বিকালে অনুশীলন করলেও আবাহনী করে ফ্লাড লাইটে। পরে শেখ রাসেল খবর নিয়ে জেনেছে মিরন নিজেই লোকজন ডেকে ফ্লাড লাইট জ্বালিয়েছেন।
শিরোনাম
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
- বিএনপি ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে : তারেক রহমান
- গাইবান্ধায় ফিস্টুলা নির্মূলে কাজ করছে ল্যাম্ব
- শাহবাগে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ
- সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বাড়ল
- গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত হওয়ার সুযোগ নেই : আমীর খসরু
- চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু
ম্যাচ কমিশনার মিরনের কাণ্ড
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর