ফুটবলে ম্যাচ কমিশনারের কাজতো নিরপেক্ষ ভূমিকা রাখা। কারও পক্ষ নেওয়া নয়। প্রশ্নটি উঠেছে মিরনকে ঘিরেই আজ সিলেট জেলা স্টেডিয়ামে শেখ রাসেল ও ঢাকা আবাহনীর হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে। এ ম্যাচের ম্যাচ কমিশনারের দায়িত্বে আছেন মিরন। তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছে শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক (ক্রীড়া) সালেহ জামান সেলিম। সিলেট শেখ রাসেলের হোম ভেন্যু। আবাহনী অতিথি দল। নিয়ম অনুযায়ী আবাহনীর শুধু ম্যাচের আগের দিন স্টেডিয়ামের ভিতরে অনুশীলনের কথা। অথচ সেই নিয়ম নাকি ভাঙা হয়েছে ম্যাচ কমিশনারের সহযোগিতায়। আবাহনী যদি আগে আসে তাদের অনুশীলনের জন্য সিলেট বিকেএসপিতে ব্যবস্থা করা হয়। তা তারা করেননি। বুধবার বিকাল ও গতকাল ফ্লাড লাইটে অনুশীলন করেছে। বুধবার স্টেডিয়ামে অনুশীলনে দেখে শেখ রাসেলের ইভেন্ট ম্যানেজার হাবিবুর রহমান মান্নু অভিযোগ করেন ম্যাচ কমিশনারের কাছে। মিরন তাকে সাফ জানিয়ে দেন এ ব্যাপারে তার কিছুই করার নেই। বাফুফের জাবেদের সঙ্গে যোগাযোগ করতে বলেন। মান্নু টেলিফোনে আলাপ করেন জাবেদের সঙ্গে। জাবেদ উত্তেজিত কণ্ঠে বলেন বুধবার করলেও ম্যাচের আগের দিনও আবাহনী স্টেডিয়ামে অনুশীলনে করবে। তা না হলে শেখ রাসেলকেও করতে দেওয়া হবে না। মান্নু পরবর্তীতে পুনরায় মিরনের সঙ্গে আলাপ করেন। বলেন, ম্যাচ কমিশনার হিসেবে তো আপনারই দায়িত্ব নিয়মটা দেখা। এতে করে মিরন বেশ উত্তেজিত হয়ে ওঠেন। মান্নুও পাল্টা জবাব দেন আপনি কি কোনো দলের এজেন্ডা নিয়ে এসেছেন। এখানেই শেষ নয়, শেখ রাসেলের হোম ভেন্যু হলেও তারা ফ্লাড লাইটে অনুশীলন করতে পারেনি। গতকাল তারা বিকালে অনুশীলন করলেও আবাহনী করে ফ্লাড লাইটে। পরে শেখ রাসেল খবর নিয়ে জেনেছে মিরন নিজেই লোকজন ডেকে ফ্লাড লাইট জ্বালিয়েছেন।
শিরোনাম
- শ্রম আইন সংশোধনকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র
- গোপালগঞ্জে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ
- সালমান এফ রহমান ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ১২ একর জমি জব্দ
- রাজধানীতে ঝুঁকিপূর্ণ ৩০০ ভবন চিহ্নিত : রাজউক চেয়ারম্যান
- তাপস ও তার সন্তানদের ২১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- যুক্তরাষ্ট্র-কানাডাসহ ১৬ দেশে মধ্যরাত থেকে ভোটার নিবন্ধন শুরু
- ‘পুলিশ ও সিভিল প্রশাসন প্রজাতন্ত্রের কর্মচারী, ব্যক্তিগত নয়’
- চট্টগ্রামে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
- সাবেক এলজিআরডি মন্ত্রীর এপিএস ফুয়াদের সম্পত্তি ক্রোক
- দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’র মাঝে ছাগল ও গৃহ নির্মাণ উপকরণ বিতরণ
- ভোলার প্রবীণ সাংবাদিক এম হাবিবুর রহমান আর নেই
- সাত দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন শ্রমিকদের মানববন্ধন
- নৌবাহিনীর নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
- আইসিইউতে ৪১ শতাংশ রোগীর দেহে অ্যান্টিবায়োটিক কাজ করছে না: আইইডিসিআর
- ক্ষমতায় এলে গণমাধ্যম সংস্কারে অগ্রাধিকার দেবে বিএনপি : ফখরুল
- রাবির ২ শিক্ষককে সাময়িক বহিষ্কার
- ‘খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই বারবার গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছে’
- চুয়াডাঙ্গায় আট দফা দাবিতে নার্সদের স্মারকলিপি প্রদান
- সীমান্তে তারকাঁটার বেড়া কর্তনের সময় গরু চোরাকারবারী আটক
- ঘরে বসে মেট্রোরেলের কার্ড রিচার্জ চালু হচ্ছে মঙ্গলবার