মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

সোনা জয়ের হাতছানি

ক্রীড়া প্রতিবেদক

সোনা জয়ের হাতছানি

আজ চোখ থাকবে রুমান সানার দিকে

তৃতীয় আইএসএসএফ আন্তর্জাতিক সলিডারিটি ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং আরচারি চ্যাম্পিয়নশিপে শেষ দিন আজ। দিনটি বাংলাদেশের হবে কি? কেননা একটি নয় পাঁচ সোনা জয়ের সম্ভাবনা রয়েছে স্বাগতিক আরচারদের। ১০ সোনা জয়ের লড়াইয়ে বাংলাদেশ খেলবে পাঁচটিতে। কম্পাউন্ড মহিলা দলগত ইভেন্টে বাংলাদেশের বন্যা আক্তার, সুস্মিতা বনিক ও শ্যামলি রায় লড়বেন ভারতের প্রগতি, পাওয়ার ইশা কেতন ও সঞ্চিতা তিওয়ারির বিপক্ষে। কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে বাংলাদেশের অসিম কুমার দাস, আবুল কাশেম মামুন ও শেখ সজিব লড়বে ভারতের চাহাল রিতিক, জওকার প্রথমেশ সমাধান ও বিদ্যারসি চিরাগের বিপক্ষে। টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে এ ফাইনালটি হবে সকালে। রিকার্ভ পুরুষ দলগত ফাইনালে বাংলাদেশের মো. রুমান সানা, মো. তামিমুল ইসলাম, মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল লড়বেন ভারতের চাংমাই বিশাল, চৌহান কারনিসিং ও হুদা পরশের বিপক্ষে। রিকার্ভ মহিলা এককের ফাইনালে বাংলাদেশের দিয়া সিদ্দিকী লড়বে ইরানের শোষামেহেরের বিপক্ষে। রিকার্ভ পুরুষ এককে বাংলাদেশের রুমন সানা সোনা জিততে লড়বেন থাইল্যান্ডের থেপনা দেনচাইয়ের বিপক্ষে।  এদিকে গতকাল বাংলাদেশ তিনটি তামার পদক জিতেছে। রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে মো. রুমন সানা- দিয়া সিদ্দিকী জুটি ৫-১ পয়েন্টে কাজাকস্তানের সানমেনে জাওয়ার ও কুজামিল আন্দ্রে জুটিকে হারান। কমাউন্ড পুরুষ এককে বাংলাদেশের শেখ সজিব ১৪৩-১৪২ পয়েন্টে চাইনিজ তাইপের লিওচি উইকে হারান। কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে শেখ সজিব ও সুম্মিতা বণিক ১৪৮-১৪৪ পয়েন্টে জয় পান।

সর্বশেষ খবর