বুধবার, ২৭ মার্চ, ২০১৯ ০০:০০ টা

শেষ ম্যাচে যুবাদের হাসি

ক্রীড়া প্রতিবেদক

শেষ ম্যাচে যুবাদের হাসি

এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বে নিজেদের প্রথম দুই ম্যাচে হেরে বিদায়টা আগেই নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। গতকাল সন্ধ্যায় বাহরাইনের ইসা টাউনের খলীফা স্পোর্টস সিটি স্টেডিয়ামে বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়েছে লাল-সবুজের জার্সিধারীরা। সান্ত্বনার এ জয় নিয়েই বাড়ি ফিরছেন মাসুক মিয়ারা।

স্টেডিয়ামের গ্যালারিতে বাংলাদেশের বিশালাকারের পতাকা। লাল-সবুজের জার্সি গায়ে হাজির অসংখ্য দর্শক। ম্যাচের শুরু থেকেই দর্শকদের সমর্থন বাড়তি প্রেরণা জোগায় বাংলাদেশকে। শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের মেলে ধরে তারা। প্রথমার্ধেই এগিয়ে যায় ২-০ গোলে। একের পর এক আক্রমণে লঙ্কান ডিফেন্স লাইনে ত্রাস তৈরি করে বাংলাদেশ। ম্যাচের ৫ মিনিটেই এগিয়ে যায় তারা। গোল করেন বিপলু। এগিয়ে যাওয়ার পর আক্রমণের ধার বেড়ে যায় আরও। ১৮ মিনিটে বাদশার গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় জেমি ডে’র শিষ্যরা। প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও বেশ ভালো ফুটবলই উপহার দেন মাসুক মিয়ারা। সমর্থকরা উপভোগ করেন ম্যাচটা। অবশ্য দ্বিতীয়ার্ধে আর কোনো গোল করতে পারেননি মাসুক মিয়া জনিরা।

কেবল এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপই নয়, অলিম্পিকের চূড়ান্তপর্ব নিশ্চিত করার জন্যও লড়াইয়ে নেমেছিল বাংলাদেশ। এজন্য বেশ লম্বা প্রস্তুতি সেরেছিলেন মাসুক মিয়া জনিরা। কাতারে ১০ দিনের প্রস্তুতি ক্যাম্প করেছেন কোচ জেমি ডে। প্রস্তুতি ম্যাচ খেলেছে দলটা ক্যাম্বোডিয়ার সঙ্গে। কিন্তু এতকিছুতেও কাজের কাজ হলো না। বাহরাইন ও ফিলিস্তিনের কাছে হেরে এক ম্যাচ হাতে থাকতেই বিদায়টা নিশ্চিত হয়ে যায় জেমি ডে’র শিষ্যদের। শ্রীলঙ্কার বিপক্ষে জয়টা সান্ত্বনারই হয়ে থাকল। অবশ্য শ্রীলঙ্কার বিপক্ষে জয়টা প্রাপ্যই ছিল বাংলাদেশের। ফিফা র‌্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কার চেয়ে (২০১) এগিয়ে বাংলাদেশ (১৯২)। তাছাড়া বাংলাদেশ বাহরাইন ও ফিলিস্তিন দুই দলের কাছেই হেরেছে ১-০ গোলে। অন্যদিকে আগের দুই ম্যাচে লঙ্কানরা গোল হজম করেছে ৯টি করে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর