মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

সালাহ ম্যাজিকে শীর্ষে লিভারপুল

ক্রীড়া ডেস্ক

সালাহ ম্যাজিকে শীর্ষে লিভারপুল

স্টারলিংয়ের জোড়া গোলে ক্রিস্টাল প্যালেসকে ৩-১ ব্যবধানে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষে উঠেছিল ম্যানচেস্টার সিটি। কিন্তু কয়েক ঘণ্টার ব্যবধানে দ্বিতীয় স্থানে নেমে আসতে হলো তাদের। আরেক ইংলিশ জায়ান্ট লিভারপুল রবিবার জয় পেয়ে শীর্ষেই থাকল। অ্যানফিল্ডে চেলসিকে ২-০ গোলে পরাজিত করে ইয়ুর্গেন ক্লোনের দল। সেপ্টেম্বরে প্রথম পর্বে দুই দলের ম্যাচটি ১-১ ড্র ছিল। এই জয়ে ৩৪ ম্যাচে ২৬ জয় ও ৭ ড্রয়ে ৮৫ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল লিভারপুল। সাদিও মানের ক্রস দারুণ পজিশনে থেকেও গোলরক্ষককে একা পেয়ে গোল করতে পারেননি মোহাম্মদ সালাহ। বিরতির পাঁচ মিনিট আগে ১০ গজ দূর থেকে মানের শট ক্রসবার ঘেঁষে বাইরে চলে যায়।

দ্বিতীয়ার্ধে আরও ভয়ঙ্কর হয়ে উঠে লিভারপুল। ৫১ মিনিটে নিজেদের মধ্যে কয়েকবার বল দেওয়া-নেওয়া করার পর জর্ডান হেল্ডার সানের ক্রসে হেডে দলকে এগিয়ে নেন সেনেগালের ফরোয়ার্ড মানে। চলতি লিগে এটি তার ১৮তম গোল। ৫৩ মিনিটে ডান দিক দিয়ে আক্রমণে উঠে বল পায়ে একটু এগিয়ে প্রায় ২৫ গজ দূর থেকে বাঁ পায়ের জোরাল শটে জালে বল পাঠান মোহাম্মদ সালহ । দাবি করা হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগে এটি অন্যতম সেরা গোল। শেষ পর্যন্ত গোলের সংখ্যা আর বাড়াতে পারেনি লিভারপুল।

সর্বশেষ খবর