বুধবার, ১৭ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা
২০১৫ ও ২০১৯ বিশ্বকাপ

মাশরাফি আবারও অধিনায়ক

ক্রীড়া প্রতিবেদক

মাশরাফি আবারও অধিনায়ক

আট বছর আগে ২০১১ সালে নির্বাচকদের খামখেয়ালির বলি হয়েছিলেন মাশরাফি বিন মর্তুজা। নাহলে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে টানা ৫টি বিশ্বকাপ খেলার বিরল কীর্তি গড়তেন নড়াইল এক্সপ্রেস। সেবার নির্বাচকদের একগুঁয়েমিতে ঘরের মাঠে বিশ্বকাপ খেলতে না পেয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন দেশসেরা পেসার। সেই মাশরাফিই এখন বাংলাদেশের একমাত্র অধিনায়ক যিনি দুই দুটি বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিবেন। গতকাল বিশ্বকাপ উপলক্ষে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, তার নেতৃত্বে এবারও মাশরাফি। টানা দুটি বিশ্বকাপে দেশের অধিনায়ক হয়ে তিনি নাম লিখেছেন ক্লাইভ লয়েড, মোহাম্মদ আজহারউদ্দীন, রিকি পন্টিং, মহেন্দ্র সিং ধোনি, অর্জুনা রানাতুঙ্গা, ওয়াসিম আকরাম, স্টিভেন ফ্লেমিং, মার্টিন ক্রোদের পাশে। তিনটি করে বিশ্বকাপে দেশকে নেৃতত্ব দেন লয়েড, আজহার ও পন্টিং। বাংলাদেশ বিশ্বকাপ খেলছে ১৯৯৯ সাল থেকে। মাশরাফি প্রথম বিশ্বকাপ খেলেছেন ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকায়। ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স করেও বাদ পড়েন ২০১১ সালে। এরপর ২০১৫ সালে প্রথমবারের মতো দেশকে নেতৃত্ব দেন বিশ্বকাপে। তার অধিনায়কত্বে বাংলাদেশ প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলে। এবার ফের দলকে নেতৃত্ব দিবেন। এবারও সেরা চারে খেলার স্বপ্ন দেখছেন প্রধান নির্বাচক নান্নু।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর