শিরোনাম
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

গোল খরা কাটল মেসির

ক্রীড়া ডেস্ক

ছয় বছর আগে পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে গোল করেছিলেন লিওনেল মেসি। এরপর কী যে হলো! ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শীর্ষ এ টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে গোলের দেখা পাচ্ছিলেন না আর্জেন্টাইন ফুটবল জাদুকর। ১২ ম্যাচে ৫০টি শট নিয়েও গোলের দেখা পাননি তিনি। গত মঙ্গলবার লিওনেল মেসি এই বাজে রেকর্ডটা মাথায় রেখেই বুঝি মাঠে নেমেছিলেন। ন্যু ক্যাম্পের দর্শকদের বিস্মিত করে তিনি ম্যাচের ২০ মিনিটেই করলেন দুর্দান্ত দুটি গোল। মেসির ডাবল এবং ফিলিপ কটিনহোর এক গোলে ৩-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা। দুই লেগ মিলিয়ে ৪-০ ব্যবধানে জিতে ২০১৪-১৫ মৌসুমের পর প্রথমবারের মতো সেমিফাইনাল নিশ্চিত করে বার্সেলোনা। লিওনেল মেসি ডান পায়ে শট নিলে নিজেই তেমন একটা ভরসা পান না। গোল হবে কি না সেই নিয়ে দ্বিধায় ভোগেন। মঙ্গলবার ন্যু ক্যাম্পে ম্যাচের ২০ মিনিটে ডান পায়ের শটটা নিয়ে তিনি তাকিয়ে ছিলেন কী হয় দেখার জন্য!

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর