মঙ্গলবার, ২১ মে, ২০১৯ ০০:০০ টা

কোহলিতে বিস্মিত দ্রাবিড়

কোহলিতে বিস্মিত দ্রাবিড়

বিরাট কোহলির ব্যাটিং নিয়ে নিত্যনতুন আলোচনা থাকেই ক্রিকেট বিশ্বে। র‌্যাঙ্কিংয়ে এখন তিনিই সেরা ব্যাটসম্যান। ওয়ানডে এবং টেস্ট দুটোতেই। অনেক রেকর্ডেই ভাগ বসিয়েছেন তিনি। নতুন নতুন মাইলফলক স্থাপন করেছেন। সবচেয়ে কমবয়সী হিসেবে ওয়ানডেতে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন। শচীনের চেয়ে ৫৪ ম্যাচ কম খেলেই এই মাইলফলক স্পর্শ করেছেন তিনি। সেঞ্চুরির রেকর্ডেও শচীনকে যে কোনো সময়  পেছনে ফেলতে পারেন বিরাট কোহলি। এরই মধ্যে ৪১টা ওয়ানডে সেঞ্চুরি করেছেন। শচীনের সমান ম্যাচ খেলতে আরও ২৩৩টি ওয়ানডে খেলতে হবে কোহলিকে। এতদিন টিকে থাকতে পারলে শচীনকে পেছনে ফেলাটা কেবল সময়ের ব্যাপার। সবদিক বিবেচনা করেই সাবেক ভারতীয় ক্রিকেটার রাহুল দ্রাবিড় বলছেন, কোহলিকে দেখে বিস্মিত হন তিনি। দ্রাবিড় বলেন, ‘বিরাট দিনে দিনে আরও উন্নতি করছে। নতুন নতুন মাইলফলক স্থাপন করছে।

এক সময় শচীনের ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড দীর্ঘদিন টিকে থাকবে বলেই মনে করতো মানুষ। এখন বিরাট এটা থেকে খুব একটা দূরে নয়।’ দ্রাবিড় আরও বলেন, ‘বিরাটের যখন খারাপ সময় যায় তখন আসলে সেটা তার খারাপ সময় নয়। বরং সে আগের চেয়েও ভালো স্থানে পৌঁছে যায়।’

কেবল কোহলির প্রশংসা করেই থেমে থাকেননি সাবেক ভারতীয় গ্রেট। তার মতে, এবারের বিশ্বকাপে ভারতের দারুণ সম্ভাবনা আছে। এর অন্যতম কারণ, ভারতের বোলিং লাইন। দ্রাবিড় বলেন, ‘এই বিশ্বকাপে যারা বোলিং ভালো করবে সম্ভবত তারাই চ্যাম্পিয়ন হবে। ভারতের বোলিং লাইনটা দারুণ।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর