শুক্রবার, ১৪ জুন, ২০১৯ ০০:০০ টা

ফুটবল উন্নয়নে ২০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

ফুটবল উন্নয়নে ২০ কোটি টাকা

বাংলাদেশের ঘরোয়া ফুটবলের উন্মাদনা অনেক দিন থেকেই নেই। তার মূল কারণই অর্থাভাব। পর্যাপ্ত পৃষ্ঠপোষক পায় না বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সে ঘাটতি পোষাতে ২০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে। গতকাল বাজেট ঘোষণার সময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘আমাদের সরকার জাতীয়ভাবে দেশের ক্রীড়া ও সংস্কৃতির অবকাঠামো উন্নয়নে জেলা-উপজেলা পর্যায়ে বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় বরাবরই গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।’ ২০১৯-২০ অর্থবছরের বাজেটে দেশের ফুটবলের উন্নয়নের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে বিশেষ অনুদান হিসেবে ২০ কোটি টাকা বরাদ্দের জন্য আমি প্রস্তাব করছি। উল্লেখ্য, আ হ ম মুস্তফা কামাল এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও আইসিসির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সর্বশেষ খবর