২০০৯ সালের লাহোরের সেই সন্ত্রাসী হামলা দুঃস্বপ্ন হয়ে এখনো তাড়িয়ে বেড়ায় শ্রীলঙ্কাকে। ক্রিকেট বিশ্বে সবচেয়ে ন্যক্কারজনক ঘটনা এটি। এরপর পাকিস্তান সফর থেকে বিরত থাকে টেস্ট খেলুড়ে দেশগুলো। ওই ঘটনার ১০ বছর পর ‘দ্বীপরাষ্ট্র’ শ্রীলঙ্কা ফের পাকিস্তান সফর করবে। দুই দলের খেলার সূচি চূড়ান্ত। ২৭ সেপ্টেম্বর শুরু হবে সিরিজ। খেলা মাঠে গড়ানোর আগেই ফের সংকটের মুখে পড়েছে দুই দেশের সিরিজটি। সফর করতে অনীহা প্রকাশ করেছে ১০ লঙ্কান ক্রিকেটার। তার ওপর ক্রিকেট শ্রীলঙ্কা জানাচ্ছে, তাদের ক্রিকেটাদের ওপর আবার আক্রমণের হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড আবার পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করার কথা বলেছে। আনুষ্ঠানিকভাবে একটি বিবৃতিও দিয়েছে লঙ্কান বোর্ড। সন্ত্রাসী হামলার হুমকির পর সিরিজটি শেষ মুহূর্তে বাতিল হতে পারে। এ নিয়ে ভাবছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দ্বীপরাষ্ট্রকে সর্বোচ্চ নিরপত্তা দেওয়ার অঙ্গীকার করেছে দেশটির ক্রিকেট বোর্ড। পিসিবি বলছে, ‘আমরা শ্রীলঙ্কা ক্রিকেটের বিবৃতি দেখেছি। শ্রীলঙ্কা দলের নিরাপত্তার বিষয়ে কোনো ধরনের তথ্য বা গোয়েন্দা রিপোর্ট নিয়ে মাথা ঘামাচ্ছি না। আমরা পূর্ণ নিরাপত্তার আশ্বাস দিচ্ছি। শ্রীলঙ্কা ক্রিকেট দলকে সর্বোচ্চ নিরাপত্তা দেব’। এর আগে ৯ সেপ্টেম্বর পাকিস্তান সফর থেকে নাম প্রত্যাহার করে নেন ল্যাথিস মালিঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, থিসারা পেরেরা, দিনেশ চান্ডিমাল, সুরাঙ্গা লাকমল, দিমুথ করুণারতেœ, আকিলা ধনঞ্জয়া, ধনঞ্জয়া ডি সিলভা, কুশল পেরেরা ও নিরোশান ডিকভেলা। উল্লেখ্য, ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেটারদের বাসে সন্ত্রাসীরা হামলা চালিয়েছিল। তাতে ৮ জন নিহত হয়েছিল। তবে বাস ড্রাইভারের বৃদ্ধির কারণে বেঁচে গিয়েছিলেন লঙ্কান ক্রিকেটাররা।
শিরোনাম
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- বন্দর রক্ষায় হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
শ্রীলঙ্কাকে সর্বোচ্চ নিরাপত্তা !
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর