২০০৯ সালের লাহোরের সেই সন্ত্রাসী হামলা দুঃস্বপ্ন হয়ে এখনো তাড়িয়ে বেড়ায় শ্রীলঙ্কাকে। ক্রিকেট বিশ্বে সবচেয়ে ন্যক্কারজনক ঘটনা এটি। এরপর পাকিস্তান সফর থেকে বিরত থাকে টেস্ট খেলুড়ে দেশগুলো। ওই ঘটনার ১০ বছর পর ‘দ্বীপরাষ্ট্র’ শ্রীলঙ্কা ফের পাকিস্তান সফর করবে। দুই দলের খেলার সূচি চূড়ান্ত। ২৭ সেপ্টেম্বর শুরু হবে সিরিজ। খেলা মাঠে গড়ানোর আগেই ফের সংকটের মুখে পড়েছে দুই দেশের সিরিজটি। সফর করতে অনীহা প্রকাশ করেছে ১০ লঙ্কান ক্রিকেটার। তার ওপর ক্রিকেট শ্রীলঙ্কা জানাচ্ছে, তাদের ক্রিকেটাদের ওপর আবার আক্রমণের হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড আবার পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করার কথা বলেছে। আনুষ্ঠানিকভাবে একটি বিবৃতিও দিয়েছে লঙ্কান বোর্ড। সন্ত্রাসী হামলার হুমকির পর সিরিজটি শেষ মুহূর্তে বাতিল হতে পারে। এ নিয়ে ভাবছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দ্বীপরাষ্ট্রকে সর্বোচ্চ নিরপত্তা দেওয়ার অঙ্গীকার করেছে দেশটির ক্রিকেট বোর্ড। পিসিবি বলছে, ‘আমরা শ্রীলঙ্কা ক্রিকেটের বিবৃতি দেখেছি। শ্রীলঙ্কা দলের নিরাপত্তার বিষয়ে কোনো ধরনের তথ্য বা গোয়েন্দা রিপোর্ট নিয়ে মাথা ঘামাচ্ছি না। আমরা পূর্ণ নিরাপত্তার আশ্বাস দিচ্ছি। শ্রীলঙ্কা ক্রিকেট দলকে সর্বোচ্চ নিরাপত্তা দেব’। এর আগে ৯ সেপ্টেম্বর পাকিস্তান সফর থেকে নাম প্রত্যাহার করে নেন ল্যাথিস মালিঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, থিসারা পেরেরা, দিনেশ চান্ডিমাল, সুরাঙ্গা লাকমল, দিমুথ করুণারতেœ, আকিলা ধনঞ্জয়া, ধনঞ্জয়া ডি সিলভা, কুশল পেরেরা ও নিরোশান ডিকভেলা। উল্লেখ্য, ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেটারদের বাসে সন্ত্রাসীরা হামলা চালিয়েছিল। তাতে ৮ জন নিহত হয়েছিল। তবে বাস ড্রাইভারের বৃদ্ধির কারণে বেঁচে গিয়েছিলেন লঙ্কান ক্রিকেটাররা।
শিরোনাম
- বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে ট্রেন আটকে রাখল শিক্ষার্থীরা
- সব ধরনের কাউন্টার সেবা বন্ধ করলো বাংলাদেশ ব্যাংক
- শীতের দিনেও ব্যায়াম, যা খেয়াল রাখা জরুরি
- প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে: জামায়াত নেতা শাহাজাহান
- মুখে বলিরেখা সমস্যার প্রাকৃতিক সমাধান
- বিশ্বকাপ : বাংলাদেশের সামনে পড়তে পারে ইতালি
- শুল্কের হুমকি দিয়ে আট যুদ্ধের পাঁচটিই থামিয়েছি: ট্রাম্প
- নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণীও বাধ্যতামূলক: দুদক চেয়ারম্যান
- হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা
- ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল সিলেটের যুবকের
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- টেস্টে নতুন উচ্চতায় তাইজুল
- ঢাকা উত্তরে প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগারের যাত্রা শুরু
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা
শ্রীলঙ্কাকে সর্বোচ্চ নিরাপত্তা !
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর