২০০৯ সালের লাহোরের সেই সন্ত্রাসী হামলা দুঃস্বপ্ন হয়ে এখনো তাড়িয়ে বেড়ায় শ্রীলঙ্কাকে। ক্রিকেট বিশ্বে সবচেয়ে ন্যক্কারজনক ঘটনা এটি। এরপর পাকিস্তান সফর থেকে বিরত থাকে টেস্ট খেলুড়ে দেশগুলো। ওই ঘটনার ১০ বছর পর ‘দ্বীপরাষ্ট্র’ শ্রীলঙ্কা ফের পাকিস্তান সফর করবে। দুই দলের খেলার সূচি চূড়ান্ত। ২৭ সেপ্টেম্বর শুরু হবে সিরিজ। খেলা মাঠে গড়ানোর আগেই ফের সংকটের মুখে পড়েছে দুই দেশের সিরিজটি। সফর করতে অনীহা প্রকাশ করেছে ১০ লঙ্কান ক্রিকেটার। তার ওপর ক্রিকেট শ্রীলঙ্কা জানাচ্ছে, তাদের ক্রিকেটাদের ওপর আবার আক্রমণের হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড আবার পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করার কথা বলেছে। আনুষ্ঠানিকভাবে একটি বিবৃতিও দিয়েছে লঙ্কান বোর্ড। সন্ত্রাসী হামলার হুমকির পর সিরিজটি শেষ মুহূর্তে বাতিল হতে পারে। এ নিয়ে ভাবছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দ্বীপরাষ্ট্রকে সর্বোচ্চ নিরপত্তা দেওয়ার অঙ্গীকার করেছে দেশটির ক্রিকেট বোর্ড। পিসিবি বলছে, ‘আমরা শ্রীলঙ্কা ক্রিকেটের বিবৃতি দেখেছি। শ্রীলঙ্কা দলের নিরাপত্তার বিষয়ে কোনো ধরনের তথ্য বা গোয়েন্দা রিপোর্ট নিয়ে মাথা ঘামাচ্ছি না। আমরা পূর্ণ নিরাপত্তার আশ্বাস দিচ্ছি। শ্রীলঙ্কা ক্রিকেট দলকে সর্বোচ্চ নিরাপত্তা দেব’। এর আগে ৯ সেপ্টেম্বর পাকিস্তান সফর থেকে নাম প্রত্যাহার করে নেন ল্যাথিস মালিঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, থিসারা পেরেরা, দিনেশ চান্ডিমাল, সুরাঙ্গা লাকমল, দিমুথ করুণারতেœ, আকিলা ধনঞ্জয়া, ধনঞ্জয়া ডি সিলভা, কুশল পেরেরা ও নিরোশান ডিকভেলা। উল্লেখ্য, ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেটারদের বাসে সন্ত্রাসীরা হামলা চালিয়েছিল। তাতে ৮ জন নিহত হয়েছিল। তবে বাস ড্রাইভারের বৃদ্ধির কারণে বেঁচে গিয়েছিলেন লঙ্কান ক্রিকেটাররা।
শিরোনাম
- তিন ট্রিলিয়ন ডলারের ক্লাবে অ্যালফাবেট
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৬ সেপ্টেম্বর)
- লড়াই করলো হংকং, কষ্টার্জিত জয় পেল শ্রীলঙ্কা
- ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার জন্য লিখিত আবেদন উমামার
- বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক
- ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের
- আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব
- ৩ জেলার ডিসিকে প্রত্যাহার
- প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ