শিরোনাম
সোমবার, ২১ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

এসে গেছেন বখতিয়ার

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে

এসে গেছেন বখতিয়ার

অভিষেক আসরেই পেশাদার ফুটবল লিগে চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছে বসুন্ধরা কিংস। খেলোয়াড়দের পরিশ্রম ও সম্মিলিত প্রচেষ্টায় এ সাফল্য সম্ভব হয়েছে। তবে ব্যক্তিগত পারফরম্যান্সের কথা উল্লেখ না করলেই নয়। রাশিয়া বিশ্বকাপ খেলা কোস্টারিকার ড্যানিয়েল কলিনড্রেস দর্শকদের হৃদয় জয় করেছে। হয়েছেন লিগের সেরা খেলোয়াড়। কিংসের অ্যাটাকিং মিড ফিল্ডার কিরগিজস্থানের বখতিয়ার দুশোবেকভের পারফরম্যান্সও ছিল চোখে পড়ার মতো। প্রথমে শোনা যাচ্ছিল আসন্ন মৌসুমে বসুন্ধরা কিংসের জার্সিতে তাকে দেখা যাবে না। শেষ পর্যন্ত তিনিও দলে থাকছেন কলিনড্রেসের সঙ্গে। ক্লাব সভাপতি ইমরুল হাসান জানালেন, বখতিয়ার কিংসেই খেলবেন। শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে আগামীকাল কিংসের প্রথম ম্যাচেই কিরগিজের এ তারকাকে দেখা যাবে। এবার কিংসে কলিনড্রেস ছাড়াও চট্টগ্রাম আবাহনীতে খেলতে এসেছেন ২০১০ সালে বিশ্বকাপ খেলা ঘানার প্রিন্স ট্যাগো।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর