বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

আমাদের কথা মতোই সব হয়েছে : পাপন

ক্রীড়া প্রতিবেদক

পাকিস্তান সফরে বাংলাদেশ যাবে কিনা তা নিয়েই  যেখানে ধোঁয়াশা ছিল সেখানে তিন মাসে তিনবার পাকিস্তানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শুধু তাই নয়, নির্ধারিত সূচির বাইরেও একটি ওয়ানডে ম্যাচ খেলবে টাইগাররা। আগের সূচিতে ছিল তিন টি-২০ ও দুই টেস্ট।  সেখানে একটি ওয়ানডে নতুন করে যোগ হয়েছে। আপাত দৃষ্টিতে ক্রিকেট কূটনীতিতে পাকিস্তান যে শতভাগ সফল তা আর বলার অপেক্ষা রাখে না।

পাকিস্তানের এমন প্রস্তাবে কেন বিসিবি সাড়া দিল তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনা! কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বুঝতে পারছেন কেন এই সফর নিয়ে এত সমালোচনা হচ্ছে? দুবাইয়ে আইসিসি সভাপতি শশাঙ্ক মনোহর ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান এহসান মানির সঙ্গে দেখা করে ফেরার সময় গতকাল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মিডিয়াকে তিনি বলেন, ‘ওরা (পাকিস্তান) কখনই বলেনি আমরা টি-২০ খেলে আসব। ওরা প্রথমে বলেছে ফুল সিরিজ খেলতে হবে। পরে বলেছে আগে টেস্ট খেলতে হবে। এখন এটা তারা (সমালোচকরা) কেন বলছে এটার কোনো কারণই খুঁজে পাচ্ছি না। আমার কাছে এটা অদ্ভুত লাগছে। আমরা যা বলেছি আমার মনে হয় তাই হয়েছে। আমি যেদিন প্রথম মিডিয়াতে বলেছি, এটাই বলেছি আমরা প্রথমে যাব টি-২০ খেলে আসব পরে আমরা টেস্ট খেলব।’

সর্বশেষ খবর