শনিবার, ১৮ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

ফাইনালে মিরপুর ভিন্ন দৃশ্য!

ক্রীড়া প্রতিবেদক

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ উৎসবে রূপ নিতে পারেনি। টুর্নামেন্ট জুড়েই ছিল দর্শক খড়া। কী মিরপুর, কী চট্টগ্রাম বা সিলেট! কোথাও গ্যালারি পূর্ণ হয়নি। কিন্তু গতকালের ফাইনালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ছিল ভিন্ন চিত্র। ‘হাউস ফুল’ গ্যালারি। খেলা শুরু হয় সন্ধ্যা ৭টায়। কিন্তু দর্শকরা দুপুরের পর থেকেই স্টেডিয়ামের গেটে জড়ো হতে থাকে। বিকাল হতে না হতেই স্টেডিয়ামের প্রতিটি গেটে লম্বা লাইন। পুরো বিপিএলজুড়ে এমন দৃশ্য আর  দেখা যায়নি।

আন্তর্জাতিক ম্যাচে যেমন দর্শকদের হাইপ থাকে, গতকালও তেমন দৃশ্য দেখা গেল। ফাইনাল ম্যাচের টিকিটের জন্য হাহাকার করেছেন দর্শকরা। কেউবা বেশি দামেও টিকিট কিনেছেন। বিপিএলের এবারের বিশেষ আসরটি বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজেরা করার সিদ্ধান্ত নেওয়ার পরই যেন আসর নিয়ে দর্শকদের উত্তেজনা কমে যায়। তাছাড়া গত আসরের মতো এবার দলগুলোতেও বড় বড় তারকা তেমন ছিল না। তবে ফাইনালে অংশ নেওয়া খুলনা টাইগার্স ও রাজশাহী রয়্যালসের বিষয়টি আলাদা। রাজশাহী রয়্যালসের হয়ে খেলেছেন বিপিএলের  সেরা ক্রিকেটার আন্দ্রে রাসেল। খুলনাতেও ছিলেন মোহাম্মদ আমির, রাইলি রুশোর মতো তারকা। তা ছাড়া দ্বিতীয়  কোয়ালিফায়ারে রাসেলের ক্যারিশম্যাটিক ব্যাটিংয়ে রাজশাহীর অবিশ্বাস্য জয়ের পর ফাইনাল নিয়ে যেন দর্শকের আগ্রহ বেড়ে যায়। সে কারণেই ফাইনাল ম্যাচে ক্রিকেটপ্রেমীদের আকর্ষণ ছিল চোখে পড়ার মতো।

সর্বশেষ খবর