শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

আজহারের বিরুদ্ধে প্রতারণা মামলা

ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দীনের বিপক্ষে আওরঙ্গাবাদের একটি ট্রাভেল এজেন্ট প্রতারণা মামলা করেছে।  ২১ লাখ রুপির প্রতারণার মামলা করেছেন দানিশ ট্যুরস কোম্পানির মালিক শাদাব ওয়াই মোহাম্মদ।

তবে ভারতীয় অধিনায়ক মামলার সত্যতা অস্বীকার করেছেন। মহারাষ্ট্রের শহর আওরঙ্গবাদের সিটি চক পুলিশ স্টেশন মামলাটির তদন্ত করছে। তদন্ত কর্মকর্তা পিএসআই অমরনাথ ডি নাগরে বলেন, ‘ভারতের সাবেক ক্রিকেটার আজহারউদ্দিনসহ আরও দুজনের বিপক্ষে প্রতারণা মামলা হয়েছে। তদন্ত চলছে। আদালতে বকেয়া পরিশোধ করলে খালাস পাবেন। নাহলে গ্রেফতার হবেন তিনজন।’ অধুনালুপ্ত জেট এয়ারের নির্বাহী শাহাব বলেন, ‘গত বছরের ৯-১২ নভেম্বর আভিক্কাল বেশ কিছু আন্তর্জাতিক ফ্লাইট বুকিং দেন কয়েকজনের নামে। এসব বুকিং দেওয়া ফ্লাইটের টিকিটের মূল্য প্রায় ২১ লাখ রুপি।’

সর্বশেষ খবর