মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

জমে উঠেছে মেসি-ফাতি জুটি

ক্রীড়া ডেস্ক

জমে উঠেছে মেসি-ফাতি জুটি

আনসু ফাতি দারুণ এক ইতিহাস গড়লেন গত রবিবার। লা লিগায় সবচেয়ে কম বয়সী হিসেবে জোড়া গোলের রেকর্ড গড়লেন তিনি। তার জোড়া গোলে লা লিগায় বার্সেলোনা জিতল ২-১ ব্যবধানে। দুটি গোলেই এসিস্ট করেছেন লিওনেল মেসি। এ জয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমাল কাতালানরা। ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। ৪৬ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে বার্সেলোনা। লেভান্তের বিপক্ষে জয়ের দিন আনসু ফাতির বয়স ছিল ১৭ বছর ৯৪ দিন। ২০১০ সালে মালাগার জার্সিতে জারাগোজার বিপক্ষে ১৭ বছর ১১৫ দিনের হুয়ানমি হিমেনিজ জোড়া গোল করে রেকর্ডটা দখলে নিয়েছিলেন। আনসু ফাতি দীর্ঘদিন ধরেই বার্সেলোনায় নিজেকে গড়ে তুলছিলেন। অনেকেই তাকে মেসির উত্তরসূরি হিসেবে মনে করছেন। দুজনের জুটিটাও বেশ জমে উঠেছে। গত ম্যাচে মেসির দুটি দারুণ এসিস্টেই দারুণ দুটি গোল করেন আনসু ফাতি। চলতি মৌসুমে লা লিগায় ১৩ ম্যাচ খেলে ৪ গোল করেছেন ফাতি। মেসিদের সঙ্গে প্রথমবারের মতো মৌসুমে খেলছেন এই গিনিতে জন্ম নেওয়া এ ফুটবলার। অবশ্য গিনিতে জন্ম নিলেও ফুটবল খেলছেন স্পেনের জার্সিতে। এরই মধ্যে স্পেন অনূর্ধ্ব-২১ দলের জার্সি গায়ে জড়িয়েছেন। জাতীয় দলেও খেলতে পারেন যে কোনো সময়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর