মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

কোচের ভাবনায় মুস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক

বঙ্গবন্ধু বিপিএলে দারুণ বোলিং করেছেন। অসাধারণ পারফরম্যান্স ছিল বিশ্বকাপ ক্রিকেটেও। রঙিন পোশাকে মুস্তাফিজুর রহমান যতটা আলোকিত, সাদা পোশাকে ততোটাই অনুজ্জ্বল। অথচ এক সময় টেস্ট ক্রিকেটেও বাংলাদেশের এক নম্বর বোলার ছিলেন। ফিটনেসের জন্য নিস্প্রভ পারফরম্যান্স। সুযোগও পাচ্ছেন না টেস্ট খেলার। ‘কাটার মাস্টার’ কিছুদিন আগে লাহোরে বহুল আলোচিত টি-২০ সিরিজ খেলে আসেন। কিন্তু পারফরম্যান্স আহামরি ছিল না। বিসিএলে সেন্ট্রাল জোনের হয়েও চার দিনের ম্যাচে ছিলেন উইকেটশূন্য। বাজে পারফরম্যান্সের জন্য বাঁহাতি পেসারের জায়গা হয়নি রাওয়ালপিন্ডি টেস্টে। সুযোগ নাও হতে পারে ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজেও। গতকাল টাইগার কোচ রাসেল ডমিঙ্গো তেমনই ইঙ্গিত দিয়েছেন।

মুস্তাফিজ ক্যারিয়ারে ১৩ টেস্ট খেলে উইকেট নিয়েছেন ২৮টি। সর্বশেষটি খেলেছিলেন গত মার্চে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর আর সুযোগ হয়নি তার সাদা পোশাকে খেলার। অবশ্য গত নভেম্বরে ভারত সফরের স্কোয়াডে ছিলেন। কিন্তু জায়গা হয়নি একাদশে। এখন অবস্থা এমন হয়েছে, তাকে ছাড়াই টেস্ট স্কোয়াড গঠন হচ্ছে। ভবিষ্যতে টেস্ট খেলতে হলে ফিটনেস বাড়ানোর পাশাপাশি বাড়াতে হবে বোলিং দক্ষতা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর