বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

পেলের কী হয়েছে?

ক্রীড়া ডেস্ক

এক সময় পেলের কাঁধে ভর করেই একের পর এক বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস আর মার্কিন ক্লাব কসমস জয় করেছিল অসংখ্য ট্রফি। তিন তিনবার বিশ্বকাপ জয়ের গৌরব অর্জন করেছিল ব্রাজিল। সেই পেলেকেই এখন অন্যের কাঁধের ওপর ভর করে চলতে হচ্ছে। একা একা হাঁটা দূরে থাক, ওঠা-বসাও করতে পারছেন না ফুটবলের জীবন্ত এই কিংবদন্তি। ৭৯ বছর বয়সী পেলেকে শারীরিক নানা অসুস্থতার কারণে অনিচ্ছা সত্ত্বেও হাসপাতালে যেতে হয়। ব্রাজিলিয়ান টিভি গ্লোবোকে এই তথ্য নিশ্চিত করেছেন পেলের ছেলে এডিনহো। তিনি ব্যথিত স্বরে বলেন, ‘একবার ভেবে দেখুন, তিনি ছিলেন ফুটবলের রাজা। সব সময়ই দারুণ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। অথচ এখন তিনি একা এক হাঁটতেও পারেন না।’ পাশাপাশি এডিনহো জানান, পেলে এখন মানুষের সামনে যেতেও লজ্জাবোধ করেন। কারণ, তিনি নিজে নিজে কিছু করতে পারছেন না। অন্যের ওপর নির্ভর করে চলাটা পছন্দ করতে পারছেন না ব্রাজিল কিংবদন্তি। পেলে নানান রকমের রোগে ভুগছেন। প্রোস্টেট সার্জারি হয়েছে আগেই। ইউরিনারি ইনফেকশন বেশ ভোগাচ্ছে পেলেকে।

বার্ধক্যজনিত নানান অসুস্থতা তো আছেই। সবমিলিয়ে ফুটবলের রাজার অবস্থা ভালো নয়। ২১ বছরের ক্যারিয়ারে সবমিলিয়ে ১২৮১ গোল করা কিংবদন্তির এই তারকা ফুটবলার জীবন সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন। চলতি বছরের জুনেই পেলের তৃতীয় বিশ্বকাপ জয়ের ৫০ বছর পূরণ হতে যাচ্ছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর