মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
টুকিটাকি

আত্মবিশ্বাসী জিম্বাবুয়ে

মিরপুরে টেস্ট খেলতে নামার আগে সফরকারী জিম্বাবুয়ে আজ দুই দিনের ম্যাচ খেলবে বিকেএসপিতে। বিসিবি একাদশের বিপক্ষে ম্যাচটি খেলে নিজেদের প্রস্তুত করে নিতে চাইছে আফ্রিকান প্রতিনিধিরা। প্রস্তুতি নিয়ে আবারও সাকিব আল হাসানবিহীন বাংলাদেশকে হারাতে চান রেজিস চাকাবা। ২০১৮ সালের অক্টোবরে সিলেটের অভিষেক টেস্টে বাংলাদেশকে হারিয়েছিল জিম্বাবুয়ে। সেই ম্যাচ স্মরণ রেখে এবারও তার পুনরাবৃত্তি চান চাকাবা, ‘সিলেটে আমরা ভালো ক্রিকেট খেলে বাংলাদেশকে হারিয়েছিলাম। এবারও সেই পারফরম্যান্সের পুনরাবৃত্তি চাই। তবে এটাও ঠিক এখানকার মাটিতে ক্রিকেট খেলা অনেক কঠিন। তারপরও আমরা টেস্ট জয়ের জন্য ভালো প্রস্তুতি নিচ্ছি।’ বাংলাদেশ গত ৮ টেস্টের সবগুলোতেই হেরেছে। জিম্বাবুয়ে সর্বশেষ টেস্টটি জয়ের আশা জাগিয়েও শ্রীলঙ্কার বিপক্ষে ড্র করেছিল।

টানা হারলেও বাংলাদেশকে সমীহ করছেন চাকাব, ‘বাংলাদেশ সবসময় শক্তিশালী প্রতিপক্ষ। তবে আমরা সব সময়ই নিজেদের দিকেই মনোনিবেশ রাখতে চাই। আমরা আমাদের শক্তির উপর নির্ভরশীল।’ বাংলাদেশের কন্ডিশন নিয়ে চিন্তিত নন জিম্বাবুয়ান অলরাউন্ডার। বাংলাদেশকে দ্বিতীয় হোম করা চাকাবা স্থানীয় স্পিনারদের বিপক্ষে খেলাকে চ্যালেঞ্জিং মনে করেন, ‘সাকিব অনেক বড় ক্রিকেটার। সে না খেললেও বাংলাদেশকে দুর্বল ভাবার কোনো কারণ নেই। তাদের স্পিনারদের বিপক্ষে খেলাটা অনেক চ্যালেঞ্জিং।’

সর্বশেষ খবর