বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

ইনজুরি সমস্যা নিয়েই মাঠে নামছে টটেনহ্যাম

ক্রীড়া ডেস্ক

ইনজুরি সমস্যা নিয়েই মাঠে নামছে টটেনহ্যাম

মরিনহো

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কঠিন পরিস্থিতিতে পড়েছেন হোসে মরিনহো। তার দল টটেনহ্যাম আজ শেষ ষোলোর প্রথম লেগ খেলতে নামছে। অথচ দলে থাকতে পারছেন না অন্যতম সেরা তারকা সন হিয়াঙ মিন। জার্মান ক্লাব লিপজিগের মুখোমুখি হওয়ার আগে টটেনহ্যামের জন্য এটা বড় ধাক্কাই। বিশেষ করে আগেই ইনজ্যুরির কারণে টটেনহ্যামের সেরা তারকা ফুটবলার হ্যারি কেইনকে হারিয়েছেন মরিনহো। এবার সন হিয়াঙকে হারিয়ে আরও বড় বিপদেই পড়লেন তিনি। তবে ইনজ্যুরিতে আক্রান্ত দল নিয়েও জয়ের আশা করছেন পর্তুগিজ এ কোচ। তিনি বলেন, ‘আমি যখন এখানে আসি তখন অনেক নিচে ছিলাম। এখন ধীরে ধীরে উপরে চড়ছি। তবে আমাদের উপরে চড়ার সিঁড়িটা আপাতত ভেঙে গেছে। এবার আমাদেরকে ভিন্ন কোনো রাস্তা খুঁজে বের করতে হবে।’ দেখা যাক, হোসে মরিনহো সফল হওয়ার জন্য বিকল্প পথ খুঁজে পান কি না! গত মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলেছিল টটেনহ্যাম। তবে অদম্য লিভারপুলের সামনে দাঁড়াতে পারেনি দলটা।

সর্বশেষ খবর