শুক্রবার, ৬ মার্চ, ২০২০ ০০:০০ টা

মুশফিক সম্পর্কে মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে

পাকিস্তান যাচ্ছেন না বলে অনেকটা জোর করেই মুশফিকুর রহিমকে আজ একাদশের বাইরে রাখা হচ্ছে!  দলের সেরা ব্যাটসম্যানের সঙ্গে কেন এমন করা হচ্ছে? এখানে কি অধিনায়ক হিসেবে মাশরাফির করণীয় কিছুই  নেই? এই প্রসঙ্গে নড়াইল এক্সপ্রেস তার অপারগতার কথা জানিয়ে বলেন, ‘এগুলো কিন্তু ছোটখাটো টেকনিক্যাল সিদ্ধান্ত। এগুলো আসলে ক্যাপ্টেনও দিতে পারে না। আমি ব্যক্তিগতভাবে মনে করি মুশফিক এমন একজন  খেলোয়াড় কখনো যদি ব্যাড প্যাচও (খারাপ সময়) যায় তারপরও যে পরিমাণ রান সে করেছে। বাংলাদেশের  জেতার পেছনে তার অবদান চিন্তা করতে হবে। এখনো চার নম্বরে আমি নিশ্চিত আপনারা যারা ঘাঁটাঘাঁটি করেন তারা জানেন যে নম্বর ফোরে এখন সে বিশ্বের এক নম্বর  খেলোয়াড়। সবকিছু যদি বিবেচনার জায়গায় আনেন তাহলে যে ছেলেটা পারফর্ম করে আসছে, ১২/১৩ বছর বাংলাদেশের হয়ে খেলেছে, সে যাতে মানসিকভাবে চাপের মধ্যে না থাকে একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত তা একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত খেয়াল রাখা উচিত বলে আমি করি।’

সর্বশেষ খবর