সোমবার, ২৩ মার্চ, ২০২০ ০০:০০ টা

ভারতের বাইরে আইপিএল!

ক্রীড়া ডেস্ক

করোনাভাইরাস আতঙ্কে বিশ্ব ক্রিকেট অচল হয়ে পড়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করেছে আইপিএলের এবারের আসর। বর্তমান পরিস্থিতিতে এপ্রিলে আইপিএল না হওয়ার সম্ভাবনাই বেশি। তবে দেরি করে হলেও আইপিএল আয়োজন করতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড। এপ্রিল কিংবা মে মাসে শুরু করা না গেলে জুলাই থেকে সেপ্টেম্বরে আইপিএলের ১৩তম আসর আয়োজনের কথা ভাবছেন বোর্ড কর্মকর্তারা। এছাড়া ভারতে সম্ভব না হলে প্রয়োজনে অন্য দেশে আয়োজনের কথা ভাবা হচ্ছে।

 আইপিএল না হলে বড় অংক লোকসান গুনতে হবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। ক্ষতিগ্রস্ত হবে ফ্র্যাঞ্চাইজিগুলোও। তাই যে করেই হোক আসর মাঠে নামাতে চায় তারা। আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুসারে জুন-জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি করে ওয়ান ডে ও টি-২০ সিরিজ খেলবে ভারত। এছাড়া সেপ্টেম্বরে এশিয়া কাপের আগে তেমন ব্যস্ততা নেই তাদের। ফলে এই সময়কে বিকল্প হিসেবে নির্ধারণ করেছে বিসিসিআই।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর