রবিবার, ৩১ মে, ২০২০ ০০:০০ টা
ক্রীড়াবিদদের বার্ষিক আয়

সবার ওপরে ফেদেরার

ক্রীড়া ডেস্ক

সবার ওপরে ফেদেরার

প্রথমবারের মতো টেনিস খেলোয়াড় হিসেবে বার্ষিক আয়ে অ্যাথলেটদের সবার উপরে জায়গা করে  নিয়েছেন রজার ফেদেরার। নারীদের তালিকায় শীর্ষে রয়েছেন জাপানের টেনিস তারকা নাওমী ওসাকা। ফেদেরার পেছনে ফেলেছেন বিশ্বসেরা দুই ফুটবলার পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো ও  আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে। সুইস টেনিস তারকার বার্ষিক আয় ১০৬ মিলিয়ন মার্কিন ডলার।

এই তালিকার দুইয়ে রয়েছেন রোনালদো, তিনে মেসি। আর ব্রাজিলিয়ান তারকা নেইমার রয়েছেন চারে। পাঁচ, ছয় ও সাত নম্বরে রয়েছেন তিন বাস্কেটবল তারকা লেব্রন জেমস, স্টিফেন কারি ও কেভিন ডুরান্ট। গলফ কিংবদন্তি টাইগার উডসও সেরা দশে জায়গা পেয়েছেন। তিনি রয়েছেন তালিকার আট নম্বরে।

গলফে বর্তমান সময়ের সেরা তারকা ররি ম্যাকলরয় রয়েছেন ১৪তম স্থানে। এছাড়া টেনিস তারকা নোভাক জকোভিচ ২৩তম, রাফায়েল নাদাল ২৭তম। মিসরের সুপারস্টার মোহাম্মদ সালাহ রয়েছেন ৩৪তম স্থানে, ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে রয়েছেন ৩৬তম স্থানে। এছাড়া ফুটবলারদের মধ্যে স্পেনের আন্দ্রেস ইনিয়েস্তা ৪৬তম, জার্মানির মেসুত অজিল ৪৯তম, পল পগবা ৫০তম। শীর্ষ আয়ের ১০০ জন অ্যাথলেটের তালিকায় একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি, ৬৬তম।  করোনাভাইরাসের কারণে বেতন কর্তন করায় শীর্ষে উঠতে পারেননি মেসি-রোনালদোরা। ১০০ জনের তালিকায় সবচেয়ে বেশি বাস্কেটবল তারকা, ৩৫ জন। এরপরই রয়েছে আমেরিকান ফুটবল, ৩১ জন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর