ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তামিম ইকবাল আরও একবার অভিষিক্ত হন। এবার অধিনায়ক হিসেবে। অভিষেকেই ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করেন তামিম। এরপর একে একে আরও দুবার। ক্যারিবীয়দের বিপক্ষে তিন ম্যাচেই জয় পেলেন অধিনায়ক তামিম। গতকালের জয়টি ছিল আরও বিশেষ কিছু। চট্টগ্রামের ছেলে তামিম ইকবাল।
সাগরিকায় খেলতে নামলেই তার মধ্যে ভিন্ন এক আবেগ কাজ করে। সেই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেই ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশের তিক্ত স্বাদ উপহার দিল টাইগাররা। অধিনায়ক তামিম ইকবাল টানা তিন ম্যাচেই জিতলেন। নতুন দায়িত্ব পালনের শুরুটা ভালোই হলো তার।