এ মাসেই অস্ট্রেলিয়ার দক্ষিণ আফ্রিকায় আসার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের জন্য শেষ মুুহূর্তে সফর স্থগিত করে অস্ট্রেলিয়া। এর ফলে চলতি মৌসুমে আর কোনো টেস্ট ম্যাচ নাই। তাই দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ফাপ ডু প্লেসিস টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। সাদা পোশাকে আর কখনোই আন্তর্জাতিক ক্রিকেট খেলতে চান না। টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে ৩৬ বছর বয়সী ডু প্লেসিস এখন মনোযোগ দিতে চান টি-২০ ক্রিকেটে। অবসর প্রসঙ্গে ডু প্লেসিস বলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই ক্যারিয়ার শেষ করতে চেয়েছিলাম। এতে একটি সাইকেল পূরণ হতো। কিন্তু হয়নি। অবশ্য নিয়ে মনে কোনো দুঃখ নেই।’ সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে লিখেছেন, ‘পরিষ্কার মনেই সিদ্ধান্ত নিয়েছি। নতুন অধ্যায় শুরুর এটাই সময়।’ ক্যারিয়ারের ৬৯ টেস্টের ৩৬টিতেই অধিনায়ক ছিলেন ডু প্লেসিস। তার নেতৃত্বে প্রোটিয়ারা জয় পেয়েছে ১৮টি এবং হেরেছে ১৫টি। ড্র মাত্র ৩টি। ৯ বছর আগে ২০১২ সালে ডু প্লেসিসের টেস্ট অভিষেক। অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক টেস্টেই আলো ছড়িয়ে ম্যাচসেরা হয়েছিলেন। তার ব্যাটিং দৃঢ়তায় টেস্ট ড্র করেছিল প্রোটিয়ারা। টেস্টের প্রথম ইনিংসে ৭৮ এবং দ্বিতীয় ইনিংসে খেলেছিলেন ১১০ রানের হার মানা ইনিংস। সেই শুরু। এক সময় দলটির নেতৃত্ব দেওয়া শুরু করেন। চলতি ফেব্রুয়ারিতে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেন। দুই ইনিংসে ১৭ ও ৫ রান করেন। গত ডিসেম্বরে ‘বক্সিং ডে’ টেস্টে সেঞ্চুরিয়ানে শ্রীলঙ্কার বিপক্ষে ১৯৯ রান করেছিলেন। এটা তার ৬৯ টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ রান। ১১৮ ইনিংসে ৪০.০২ গড়ে রান করেছেন ৪১৬৩। সেঞ্চুরি ১০টি এবং হাফসেঞ্চুরি ২১টি।
শিরোনাম
- বর্ষায় ভেজা জামাকাপড়ের দুর্গন্ধ যেভাবে দূর করবেন
- সন্ধ্যার মধ্যে ঝড়ের আশঙ্কা দেশের ৬ অঞ্চলে
- বৃষ্টিতে বির্পযস্ত ঝিনাইদহের জনজীবন
- ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির পর এই প্রথম সৌদির সঙ্গে ইরানের বৈঠক
- রাতে সেমিফাইনালে মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও পিএসজি
- নতুন মামলায় আনিসুল-সালমান-আমুসহ গ্রেফতার ৯
- এখন আর শেখ হাসিনার পালানোর পথ নেই : প্রেস সচিব
- টানা বৃষ্টিপাত চলবে আরও কয়েকদিন, জানাল আবহাওয়া অধিদপ্তর
- কক্সবাজার সৈকতে ভেসে এলো চবির আরেক শিক্ষার্থীর লাশ
- ইউক্রেনের ড্রোন হামলায় রুশ ন্যাশনাল গার্ডের সদসসহ নিহত ৩
- চীন-ভারতসহ ব্রিকস সদস্যদের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের হুমকি
- এনবিআর চেয়ারম্যানের কাছে ক্ষমা চেয়েছেন দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী
- আফ্রিকা-জিম্বাবুয়ের সঙ্গে যুবাদের ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা
- গণমাধ্যমকে হুমকি বন্ধে হস্তক্ষেপ কামনা মার্কিন কংগ্রেসের
- বৃষ্টিতে মোংলা পৌর এলাকায় জলাবদ্ধতা, জনজীবন বিপর্যস্ত
- ভিন্নমত দমনের বিরুদ্ধে বিএনপি নেতারা
- রাজধানীতে দুই বাসের মাঝে চাপা পড়ে একজন নিহত
- একজনের নামে সর্বোচ্চ ১০ সিম, কার্যকর ১৫ আগস্ট থেকে
- চীনে সীসা বিষক্রিয়ায় অসুস্থ ২৩৩ শিশু
- দেশজুড়ে পুলিশি অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১৬০৭
টেস্টকে বিদায় বললেন ডু প্লেসিস
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর