সোমবার, ৫ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

জেমিই এখন বাফুফের বোঝা!

ক্রীড়া প্রতিবেদক

কোচ জেমি ডের বিদায় ঘণ্টা বাজছে। এখন কবে যাবেন সেটাই অপেক্ষা। ইংলিশ এ কোচকে পেয়ে বাফুফে যে প্রচার করেছিল তাতে মনে হচ্ছিল ফুটবলে অতীতে এমন উঁচু কোচের দেখা মেলেনি। কোনো সাফল্য এনে দিতে না পারলেও দ্বিতীয়বার তার সঙ্গে নতুন দফায় চুক্তি করা হয়। এখন সেই কোচই বাফুফের কাছে যেন বোঝা হয়ে দাঁড়িয়েছে।  শোনা যায় সভাপতি কাজী সালাউদ্দিন গত সাফ চ্যাম্পিয়নশিপের ভরাডুবির পর তাকে রাখতে চাচ্ছিলেন না। কারও কারও অনুরোধে তাকে না বলা সম্ভব হয়নি। এখন সালাউদ্দিন নাকি চাচ্ছেন যত তাড়াতাড়ি জেমিকে বিদায় করা যাবে ততই অর্থ বাঁচবে।

নেপালে ত্রিদেশীয় টুর্নামেন্টে ফাইনালে নেপালের কাছে হারের পরই জেমির ওপর ভীষণ ক্ষুব্ধ। খেলার হারজিত হতেই পারে। কিন্তু ত্রিদেশীয় ফাইনালে যা ঘটেছে তা বাফুফে সভাপতি মানতে পারছেন না। কোচ খেলোয়াড় পরীক্ষা করবেই। তাই বলে যোগ্যদের ফাইনালে বসিয়ে? লিগের দুই ম্যাচে কিরগিজস্তান ও নেপালের বিপক্ষে কোচ তো বুঝতে পেরেছেন ফাইনালে কারা খেলার যোগ্য। অথচ কোচ সেদিকে গুরুত্বই দিলেন না। ইচ্ছা করে যেন সর্বনাশ ডেকে আনলেন। ঢাকা ফেরার পর জেমি ও স্টুয়ার্টের কাছে ব্যর্থতার ব্যাখ্যা চেয়েছেন। দুজনই যা বলেছেন, তা সালাউদ্দিন মানছেন না। লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলেছেন। সালাউদ্দিন চাচ্ছেন বিশ্বকাপ বাছাইপর্ব দেখতে। এখানেও ভরাডুবি ঘটলে বিদায়। তবে করোনার কারণে নির্দিষ্ট সময় বাছাইপর্ব না হলে তার আগেই জেমি চাকরি হারাতে পারেন।

সর্বশেষ খবর