শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

পোর্তোকে হারিয়ে সেমিফাইনালের পথে চেলসি

ক্রীড়া ডেস্ক

চ্যাম্পিয়ন্স লিগের সেরা আটে খেলছে ইংল্যান্ডের তিন দল ম্যানচেস্টার সিটি, লিভারপুল ও চেলসি। প্রথম লেগে জয় তুলে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে টিকে রয়েছে ম্যানসিটি ও চেলসি। ছিটকে যাওয়ার পথে লিভারপুল। চ্যাম্পিয়ন্স লিগের সাবেক চ্যাম্পিয়ন চেলসি পরশু রাতে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ২-০ গোলে হারিয়েছে আরেক সাবেক চ্যাম্পিয়ন এফসি পোর্তোকে। আগামী মঙ্গলবার একই ভেন্যুতে খেলবে ২০১২ সালের চ্যাম্পিয়ন টমাস টুখেলের দল চেলসি। ম্যাচটিতে ড্র করলেই সেরা চারে খেলবে লা ব্লুজরা।

ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে দলটির অবস্থান এখন পাঁচে। পরশু রাতে টুখেলের শিষ্যরা অলআউট ফুটবল খেলেছে পর্তুগিজ ক্লাবের বিপক্ষে। খেলাটি হয়েছে নিরপেক্ষ ভেন্যু সেভিয়ায়। করোনা সংক্রমণের জন্য উয়েফার নিষেধাজ্ঞা রয়েছে পোর্তোর দুই দেশে খেলার। এর ফলে নিরপেক্ষ ভেন্যু সেভিয়াতেই খেলা হচ্ছে। দুই লেগের খেলাই হবে এখানে। চেলসি পরশু রাতে খেলতে নামে প্রিমিয়ার লিগে ওয়েস্ট অ্যালবিওনের বিপক্ষে বিধ্বস্ত হওয়ার পর। দলটি লিগে টানা ১৪ ম্যাচ জয়ের পর হেরে যায় ব্রমউইচের কাছে। সেই ধাক্কা সামলে নেয় পোর্তোর বিপক্ষে দুই গোলে জিতে। জিতলেও ম্যাচে আধিপত্য ছিল না ইংলিশ ক্লাবটির। দুই অর্ধে দুই গোলের প্রথমটি হয় ৩২ মিনিটে। জর্জিনিয়োর পাস নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সে ঢুকে ডান পায়ের জোরালো শটে ব্যবধান ১-০ করেন মাউন্ট। ২২ বছর বয়সী মাউন্টের এটাই প্রথম গোল চ্যাম্পিয়ন্স লিগে। প্রথমার্ধ শেষ হয় এক গোলেই। দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলে। এর মধ্যে ৮৫ মিনিটে চেলসির জয় নিশ্চিত করেন চিলওয়েল। প্রতিপক্ষের ভুলে বল ধরে লম্বা দৌড়ে দুজনকে কাটিয়ে ফাঁকা জালে পাঠিয়ে ব্যবধান ২-০ করেন তিনি।

সর্বশেষ খবর