বুধবার, ২১ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

চার পেসার ও দুই স্পিনারের বাংলাদেশ দল

ক্রীড়া প্রতিবেদক

মিরপুরে সর্বশেষ টেস্ট একাদশ সাজানো হয়েছিল তিন স্পিনার ও এক পেসার দিয়ে। ফেব্রুয়ারিতে স্পিন সহায়ক উইকেটে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছিলেন মুমিনুলরা। আজ টাইগাররা খেলতে নামবে ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে। বাংলাদেশের ব্যাটিং লাইনকে বিধ্বস্ত করতে সবুজ ঘাসের উইকেট বানিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। উইকেটের বাড়তি বাউন্স ও গতির সামলাতে গতকাল ১৫ সদস্যের যে স্কোয়াড ঘোষণা করেছেন টিম ম্যানেজমেন্ট, তাতে পেসারদের আধিক্যই বেশি। প্রাথমিক স্কোয়াডের সাত পেসারের মধ্যে প্রথম টেস্টে সুযোগ পেয়েছেন আবু জায়েদ রাহী, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরীর সঙ্গে তরুণ বাঁ হাতি পেসার শরীফুল ইসলাম। নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষিক্ত শরীফুল এবারই প্রথম সুযোগ পেয়েছেন টেস্টে। ক্যারিবীয়দের বিপক্ষে খেলা সর্বশেষ টেস্টে ৩ উইকেট পাওয়া অফ স্পিনার নাঈম ইসলাম প্রথম টেস্ট স্কোয়াডে নেই। ৫ বছর পর ডাক পেয়েও ভাগ্য ফিরেনি শুভাগত হোমের। টেস্ট অভিষেক হতে পারে ইয়াসির আলি রাব্বির।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে তামিমের সঙ্গে ওপেন করেছিলেন সৌম্য সরকার। সুযোগ পাননি সৌম্য। চট্টগ্রামে প্রথম টেস্ট খেলেন। কিন্তু মিরপুর টেস্টে খেলেননি। সাইফ হাসান সর্বশেষ টেস্ট খেলেছিলেন মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে। মাঝখানে খেলেননি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। চার পেসারের মধ্যে শরীফুল প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন টেস্টে।

সর্বশেষ খবর